Ajker Patrika

নাশকতার মামলায় সাবেক এমপি মঞ্জুসহ ৬৬ জনের বিচার শুরু

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৯: ৪১
নাশকতার মামলায় সাবেক এমপি মঞ্জুসহ ৬৬ জনের বিচার শুরু

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ বুধবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার নজরুল ইসলাম এই অভিযোগপত্র গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে করা মামলার বিচারকাজ শুরু হলো। 

আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। মঞ্জুর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে খুলনা মহানগরের সাতটি থানায় ৫২টি নাশকতার মামলার একটি সোনাডাঙ্গা থানায় করা হয়। ওই মামলায় আজ নজরুল ইসলাম মঞ্জু, সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান মুরাদসহ ৬৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দিলে আদালত তা গ্রহণ করেন। 

২০২১ সালের ২৫ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এর আগে ৯ ডিসেম্বর নগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ঘোষিত এ কমিটির সমালোচনা করে প্রেসব্রিফিং করার দায়ে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত