Ajker Patrika

জিয়াউর রহমানকে কটূক্তি: শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মামলা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৬: ১২
জিয়াউর রহমানকে কটূক্তি: শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মামলা

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

মামলার বাদী রেজোয়ান কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দেখেছি এই অভিনেত্রী নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি যেন তিনি তাঁর মিথ্যা কথার জন্য শাস্তি পান।’

মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, ‘নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে এই অভিনেত্রী জাতিকে বিভক্ত করেছেন। বাদী এক শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি শমী কায়সারের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি করার পর আদালত তা তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশ দেন এবং কথাবার্তায় সতর্ক থাকতে বলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত