Ajker Patrika

পোলট্রির বর্জ্য ফেলতে গিয়ে পাওয়া গেল মানুষের হাড়গোড় 

সাতক্ষীরা প্রতিনিধি
পোলট্রির বর্জ্য ফেলতে গিয়ে পাওয়া গেল মানুষের হাড়গোড় 

সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়।

এ ঘটনা পর নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে। 

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোলট্রি খামারের বিষ্ঠা ফেলার স্থানে মানুষের মাথার খুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানুষের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, ‘বছর দেড় আগে তাঁকে হত্যার পর বস্তায় ভরে লাশ পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। 

উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট বলেন, তাঁর মেয়ের জামাই শিমুলকে থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। সে সাভার এলাকার এক ইটভাটার শ্রমিক। 

কালিগঞ্জের মনোহরপুর গ্রামের জামাত আলী বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর ছেলে ইসমাইল হোসেন (৩৪) বাড়ি থেকে বিষ্ণুপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তিনি ঢাকার সাভার এলাকার একটি ইটভাটায় সর্দার ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় ইসমাইল হোসেনের বলে ধারণা করছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ও থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত