গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
পরিবারে সচ্ছলতা আনতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় যান মো. তোফাজ্জল হোসেন (৫৫)। কয়েক দিন আগে তিনি পরিবারকে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। গতকাল মঙ্গলবার রোজা রেখে কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। এই অবস্থায় তিনি স্ট্রোকে মারা গেছেন বলে সেখানকার সহকর্মীরা পরিবারকে জানিয়েছেন।
তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত মো. আব্দুল মজিদের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় রোজা রেখে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তোফাজ্জল হোসেন ওই দেশের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
তোফাজ্জল হোসেনের পরিবারের লোকজন জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন তোফাজ্জল হোসেন। গতকাল স্ট্রোক করে মারা গেছেন তিনি। তাঁরা দাবি করেছেন তোফাজ্জল হোসেনের লাশ দ্রুত দেশে আনা হোক।
তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, ‘আমার চাচা অনেক দিন দুবাই ও ব্রুনেইয়ে ছিলেন। এরপর তিনি মালয়েশিয়ায় যান, সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। কিন্তু প্রথম রোজার দিন হঠাৎ শুনতে পাই আমার চাচা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সেখানে চাচার সহকর্মীরা তাঁর এই মৃত্যুর খবর জানিয়েছেন।’
বিপ্লব হোসেন আরও বলেন, ‘প্রথম রোজায় চাচা দেশে টাকা পাঠিয়ে একটি মাদ্রাসায় ইফতারির আয়োজন করেছিলেন। তিনিও রোজা রাখা অবস্থায় ছিলেন। চাচার সহকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখেছি, তাঁরা যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার চাচা বৈধ কাগজপত্র নিয়ে সেখানে ছিলেন। তাঁর পরও যদি কোনো কাগজপত্র লাগে তাহলে এখান থেকে পাঠাব। তবে কবে লাশ দেশে আসবে আমরা বুঝতে পারছি না।’
তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, ‘আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অনেক দিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে আসার কথা জানিয়েছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে আমরা হতবাক হয়ে গেছি। এখন শুধুই তাঁর লাশের জন্য অপেক্ষা করছি।’
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল। তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর লাশ দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে আমার কাছে এলে তা দিয়ে দেব।’
পরিবারে সচ্ছলতা আনতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় যান মো. তোফাজ্জল হোসেন (৫৫)। কয়েক দিন আগে তিনি পরিবারকে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। গতকাল মঙ্গলবার রোজা রেখে কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। এই অবস্থায় তিনি স্ট্রোকে মারা গেছেন বলে সেখানকার সহকর্মীরা পরিবারকে জানিয়েছেন।
তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত মো. আব্দুল মজিদের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় রোজা রেখে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তোফাজ্জল হোসেন ওই দেশের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
তোফাজ্জল হোসেনের পরিবারের লোকজন জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন তোফাজ্জল হোসেন। গতকাল স্ট্রোক করে মারা গেছেন তিনি। তাঁরা দাবি করেছেন তোফাজ্জল হোসেনের লাশ দ্রুত দেশে আনা হোক।
তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, ‘আমার চাচা অনেক দিন দুবাই ও ব্রুনেইয়ে ছিলেন। এরপর তিনি মালয়েশিয়ায় যান, সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। কিন্তু প্রথম রোজার দিন হঠাৎ শুনতে পাই আমার চাচা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সেখানে চাচার সহকর্মীরা তাঁর এই মৃত্যুর খবর জানিয়েছেন।’
বিপ্লব হোসেন আরও বলেন, ‘প্রথম রোজায় চাচা দেশে টাকা পাঠিয়ে একটি মাদ্রাসায় ইফতারির আয়োজন করেছিলেন। তিনিও রোজা রাখা অবস্থায় ছিলেন। চাচার সহকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখেছি, তাঁরা যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার চাচা বৈধ কাগজপত্র নিয়ে সেখানে ছিলেন। তাঁর পরও যদি কোনো কাগজপত্র লাগে তাহলে এখান থেকে পাঠাব। তবে কবে লাশ দেশে আসবে আমরা বুঝতে পারছি না।’
তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, ‘আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অনেক দিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে আসার কথা জানিয়েছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে আমরা হতবাক হয়ে গেছি। এখন শুধুই তাঁর লাশের জন্য অপেক্ষা করছি।’
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল। তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর লাশ দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে আমার কাছে এলে তা দিয়ে দেব।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩২ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৩ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে