গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
পরিবারে সচ্ছলতা আনতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় যান মো. তোফাজ্জল হোসেন (৫৫)। কয়েক দিন আগে তিনি পরিবারকে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। গতকাল মঙ্গলবার রোজা রেখে কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। এই অবস্থায় তিনি স্ট্রোকে মারা গেছেন বলে সেখানকার সহকর্মীরা পরিবারকে জানিয়েছেন।
তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত মো. আব্দুল মজিদের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় রোজা রেখে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তোফাজ্জল হোসেন ওই দেশের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
তোফাজ্জল হোসেনের পরিবারের লোকজন জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন তোফাজ্জল হোসেন। গতকাল স্ট্রোক করে মারা গেছেন তিনি। তাঁরা দাবি করেছেন তোফাজ্জল হোসেনের লাশ দ্রুত দেশে আনা হোক।
তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, ‘আমার চাচা অনেক দিন দুবাই ও ব্রুনেইয়ে ছিলেন। এরপর তিনি মালয়েশিয়ায় যান, সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। কিন্তু প্রথম রোজার দিন হঠাৎ শুনতে পাই আমার চাচা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সেখানে চাচার সহকর্মীরা তাঁর এই মৃত্যুর খবর জানিয়েছেন।’
বিপ্লব হোসেন আরও বলেন, ‘প্রথম রোজায় চাচা দেশে টাকা পাঠিয়ে একটি মাদ্রাসায় ইফতারির আয়োজন করেছিলেন। তিনিও রোজা রাখা অবস্থায় ছিলেন। চাচার সহকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখেছি, তাঁরা যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার চাচা বৈধ কাগজপত্র নিয়ে সেখানে ছিলেন। তাঁর পরও যদি কোনো কাগজপত্র লাগে তাহলে এখান থেকে পাঠাব। তবে কবে লাশ দেশে আসবে আমরা বুঝতে পারছি না।’
তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, ‘আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অনেক দিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে আসার কথা জানিয়েছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে আমরা হতবাক হয়ে গেছি। এখন শুধুই তাঁর লাশের জন্য অপেক্ষা করছি।’
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল। তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর লাশ দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে আমার কাছে এলে তা দিয়ে দেব।’
পরিবারে সচ্ছলতা আনতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় যান মো. তোফাজ্জল হোসেন (৫৫)। কয়েক দিন আগে তিনি পরিবারকে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। গতকাল মঙ্গলবার রোজা রেখে কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। এই অবস্থায় তিনি স্ট্রোকে মারা গেছেন বলে সেখানকার সহকর্মীরা পরিবারকে জানিয়েছেন।
তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত মো. আব্দুল মজিদের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ায় রোজা রেখে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তোফাজ্জল হোসেন ওই দেশের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
তোফাজ্জল হোসেনের পরিবারের লোকজন জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন তোফাজ্জল হোসেন। গতকাল স্ট্রোক করে মারা গেছেন তিনি। তাঁরা দাবি করেছেন তোফাজ্জল হোসেনের লাশ দ্রুত দেশে আনা হোক।
তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, ‘আমার চাচা অনেক দিন দুবাই ও ব্রুনেইয়ে ছিলেন। এরপর তিনি মালয়েশিয়ায় যান, সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। কিন্তু প্রথম রোজার দিন হঠাৎ শুনতে পাই আমার চাচা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সেখানে চাচার সহকর্মীরা তাঁর এই মৃত্যুর খবর জানিয়েছেন।’
বিপ্লব হোসেন আরও বলেন, ‘প্রথম রোজায় চাচা দেশে টাকা পাঠিয়ে একটি মাদ্রাসায় ইফতারির আয়োজন করেছিলেন। তিনিও রোজা রাখা অবস্থায় ছিলেন। চাচার সহকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখেছি, তাঁরা যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার চাচা বৈধ কাগজপত্র নিয়ে সেখানে ছিলেন। তাঁর পরও যদি কোনো কাগজপত্র লাগে তাহলে এখান থেকে পাঠাব। তবে কবে লাশ দেশে আসবে আমরা বুঝতে পারছি না।’
তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, ‘আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অনেক দিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে আসার কথা জানিয়েছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে আমরা হতবাক হয়ে গেছি। এখন শুধুই তাঁর লাশের জন্য অপেক্ষা করছি।’
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল। তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর লাশ দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে আমার কাছে এলে তা দিয়ে দেব।’
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১৬ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১৬ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
১৯ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩৫ মিনিট আগে