Ajker Patrika

উপজেলা প্রশাসনের সঙ্গে কালিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময়

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
উপজেলা প্রশাসনের সঙ্গে কালিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময়

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় খন্দকার রবিউল ইসলাম বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহসভাপতি হাফিজুর রহমান ( দৈনিক সাতনদী), সাদেকুর রহমান (দৈনিক সংযোগ বাংলাদেশ), সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন (দৈনিক আজকের পত্রিকা ও দৃষ্টিপাত), সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী (দৈনিক আলোকিত সকাল ও সাতঘরিয়া), কোষাধ্যক্ষ আহাদুজ্জামান (দৈনিক জনতা ও পত্রদূত), দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক সময়ের খবর ও পত্রদূত), মাস্টার শফিকুল ইসলাম  (দৈনিক মুসলিম টাইমস), মোখলেসুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো), সদস্য যথাক্রমে মাস্টার আফজাল হোসেন (দৈনিক স্পন্দন), জি, এম মামুন  (দৈনিক আজকের সাতক্ষীরা), মীর মাসুম বিল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা), শের আলী  (দৈনিক সংবাদ প্রতিদিন), আবুল কালাম বিন আকবর  (দৈনিক বাংলাদেশ সমাচার), ফজলুল হক  (দৈনিক অগ্নি শিখা) ও মাসুদ খান (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা)।

এর আগে সাংবাদিকবৃন্দ কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের যে কোনো ভালো কাজে সবসময় আমাকে পাশে পাবেন।

এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, কৃষি অফিসার ওয়াসীম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত