গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
রমজানের আগের দিন সোমবার (১১ মার্চ) উপজেলার বামন্দীর সবজিবাজারে ছিল সবকিছুরই আকাশছোঁয়া দাম। এর মধ্যে শজনে ডাঁটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৪০ টাকা। আর কাঁচা কাঁঠাল ১২০ টাকা কেজি।
এ ছাড়া পটোল ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা ও শসা ৮০ টাকা। অন্যান্য সবজির দামও কিছুটা বেড়েছে।
রমজানে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আর আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে শজনে ডাঁটা।
সোমবার বামন্দী বাজারে সবজির দাম ছিল কেজিপ্রতি: শজনে ডাঁটা ৪৪০, বেগুন ৪০ থেকে ৫০, শসা ৮০, পটোল ১০০, টমেটো ৪০, উস্তে ১০০, মিষ্টি কুমড়া ৪০ টাকা, গাজর ৩০, শিম ৩০ থেকে ৪০, লাউ প্রতি পিস ৩০, পুঁইশাক ২৫ টাকা।
বাজার করতে আসা হাবিবুল বাশার বলেন, রমজান সামনে রেখে আবার প্রতিটা সবজির দাম বাড়তে শুরু করেছে। এখনই যদি এভাবে দাম বাড়তে থাকে, পুরো রমজান মাস তো পড়েই রয়েছে!
তিনি আরও বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয় তার সংসার খরচ, ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। সবকিছুর দাম বাড়লে আমরা হিসাব মেলাতে পারি না।’
বাজার করতে আসা কাজল আলী বলেন, গত সপ্তাহেও সবজির দাম একটু কম ছিল। আজ বেড়েছে। খুচরা ব্যবসায়ী মহন আলী বলেন, আমাদের কিছু করার নেই, বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সব সবজির দামি গত হাটের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শজনে ডাঁটা।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আলু ৩৫ টাকা কেজি, পেঁয়াজ ১০০, নতুন রসুন ১৪০, শুকনো রসুন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো রসুন বাজারে পাওয়া যাচ্ছে খুব কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, রমজান মাস সামনে রেখে আমরা এরই মধ্য বাজার মনিটরিং শুরু করেছি। অতি দ্রুত বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে