Ajker Patrika

যশোরে ভবদহ পরিদর্শনে গিয়ে কৃষকের ধান কাটা দেখলেন ৩ উপদেষ্টা

­যশোর প্রতিনিধি
যশোরে বিলে কৃষকের ধান কাটা দেখেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: আজকের পত্রিকা
যশোরে বিলে কৃষকের ধান কাটা দেখেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: আজকের পত্রিকা

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে বিলে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাঁদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়সংলগ্ন একটি বিলে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন তাঁরা।

জমির মালিক কৃষক আব্দুর রহমান বলেন, ‘তিন উপদেষ্টাসহ সরকারের বড় কর্তারা আমাদের ধান কাটা দেখেছেন। আমরা ৩-৪ জন সরদারবাড়ির পেছনের জমির পাকা ধান কাটছিলাম। এ সময় আমাদের সঙ্গে কথা বলে কৃষি সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। খুব ভালো লেগেছে।’

এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, সকাল ১০টার দিকে বিজিবির একটি হেলিকপ্টারে তিন উপদেষ্টা মহাবিদ্যালয় মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে অত্র মহাবিদ্যালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন। বেলা ১১টার দিকে মহাবিদ্যালয়সংলগ্ন একটি বিলে গিয়ে ধান কাটা দেখেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবরও নেন তিন উপদেষ্টা। এরপর তাঁদের গাড়িবহর ভবদহ স্লুইসগেট এলাকার দিকে যাত্রা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত