চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া কার্যালয় বলছে, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ।
এদিকে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা কেটে গেলেও দুর্ভোগ বাড়িয়েছে হিমেল হাওয়া। হাড় কাঁপানো শীতে অনেকে বাড়ি থেকে বেড় হচ্ছেন না। যাঁরা জীবিকার তাগিদে বের হচ্ছেন তাঁরা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গা শহরসহ জেলাজুড়ে সাধারণ মানুষের চলাচল অনেকাংশেই কমে গেছে। রিকশা, ভ্যান ও ইজিবাইকসহ শহরের বিভিন্ন মোড়ের ভ্রাম্যমাণ দোকানগুলো সন্ধ্যার পর থেকেই মানুষ কমতে শুরু করে। তবে ভিড় বেড়েছে শহরের নতুন ও পুরোনো শীতবস্ত্রের দোকানগুলোতে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
ইজিবাইক চালক ইসরাফিল হোসেন বলেন, ‘সংসারের তাগিদে সকাল বেলা গাড়ি নিয়ে বের হই। শীত বেশি পড়ায় লোকজন কম। অনেক সময় একজন বা দুজন যাত্রী নিয়ে ভাড়ায় যেতে হচ্ছে।’
ইঞ্জিনচালিত ভ্যানচালক কবির আলী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন ভ্যান না চালালে আমার সংসার চলে না। কয়েক দিন ধরে ঠান্ডা বাতাসের কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। যাত্রীও কমে গেছে।’
আবহাওয়া কার্যালয় জানায়, গত তিন দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। জেলার সর্বত্র মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। শীতে স্থবির জনজীবন। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এরপর সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে থাকে। ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসে। যা দেশের মধ্যে সর্বনিম্ন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। মৃদু শৈত্য প্রবাহের কারণে সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েক দিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া কার্যালয় বলছে, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ।
এদিকে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা কেটে গেলেও দুর্ভোগ বাড়িয়েছে হিমেল হাওয়া। হাড় কাঁপানো শীতে অনেকে বাড়ি থেকে বেড় হচ্ছেন না। যাঁরা জীবিকার তাগিদে বের হচ্ছেন তাঁরা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গা শহরসহ জেলাজুড়ে সাধারণ মানুষের চলাচল অনেকাংশেই কমে গেছে। রিকশা, ভ্যান ও ইজিবাইকসহ শহরের বিভিন্ন মোড়ের ভ্রাম্যমাণ দোকানগুলো সন্ধ্যার পর থেকেই মানুষ কমতে শুরু করে। তবে ভিড় বেড়েছে শহরের নতুন ও পুরোনো শীতবস্ত্রের দোকানগুলোতে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
ইজিবাইক চালক ইসরাফিল হোসেন বলেন, ‘সংসারের তাগিদে সকাল বেলা গাড়ি নিয়ে বের হই। শীত বেশি পড়ায় লোকজন কম। অনেক সময় একজন বা দুজন যাত্রী নিয়ে ভাড়ায় যেতে হচ্ছে।’
ইঞ্জিনচালিত ভ্যানচালক কবির আলী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন ভ্যান না চালালে আমার সংসার চলে না। কয়েক দিন ধরে ঠান্ডা বাতাসের কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। যাত্রীও কমে গেছে।’
আবহাওয়া কার্যালয় জানায়, গত তিন দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। জেলার সর্বত্র মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। শীতে স্থবির জনজীবন। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এরপর সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে থাকে। ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসে। যা দেশের মধ্যে সর্বনিম্ন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। মৃদু শৈত্য প্রবাহের কারণে সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েক দিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
৭ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়ে
১৫ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে যুবক সুজন বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।
১৭ মিনিট আগেভোটাররা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। বুথের ভেতরে কোনো মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসারের অনুমতিতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে বুথে ঢোকা বা লাইভ সম্প্রচার করা যাবে না।
২০ মিনিট আগে