Ajker Patrika

খুলনায় ঈদবাজার: ভিড় বাড়লেও বিক্রি কম

কাজী শামিম আহমেদ, খুলনা
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০: ৫২
খুলনায় ঈদবাজার: ভিড় বাড়লেও বিক্রি কম

রমজানের অর্ধেক শেষ। আর সপ্তাহ দুই পরেই পবিত্র ঈদুল ফিতর। তবে ঈদ উৎসব ঘিরে খুলনা নগরের বিপণিবিতানগুলো (মার্কেট) এখনো জমে ওঠেনি। বড় বড় মার্কেটের ব্যবসায়ীরা বাহারি ঈদ পোশাকের পসরা সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। 

যদিও বিক্রেতারা বলছেন, ঈদের বেচাকেনা না বাড়লেও আগের চেয়ে ভিড় বেড়েছে। হয়তো চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ার অপেক্ষায় আছেন। 

গতকাল সোমবার নগরের বড় বড় মার্কেট, শপিংমলে ক্রেতা উপস্থিতি কম দেখা গেলেও ছোট ছোট মার্কেটে ক্রেতা সমাগম একটু বেড়েছে। এসব মার্কেটে পোশাকের দাম তুলনামূলক কম থাকায় নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ভিড় দেখা যায়। শপিংমলগুলোয় পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। 

নগরীর ঐতিহ্যবাহী নিউমার্কেটে দেখা যায়, অধিকাংশ শপিংমল ফাঁকা। জ্যোতি গার্মেন্টস নামের একটি দোকানের মালিক কামাল হোসেন অলস সময় কাটাচ্ছেন। তিনি বলেন, ‘ব্যবসা খুবই খারাপ। গত বছর আরও খারাপ ছিল। এই সময়টাতে ক্রেতা সরগরম থাকে। এ বছর তেমনটা দেখা যাচ্ছে না।’ 

পাশের নিউ কালার গার্মেন্টস নামের একটি দোকান ভারতীয় পোশাকের ব্র্যান্ড বিপুল, বিনয়, বিবেক, সোয়াবাতের ফ্রক, গাউন, থ্রিপিস এবং পাকিস্তানি নূর, তাওক্কাল, কারিজমা ব্রান্ডের থ্রিপিস দিয়ে সাজানা হয়েছে। এসব পোশাকের দাম সাড়ে ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার ৪০০ টাকা পর্যন্ত। 

প্রতিষ্ঠানটির মালিক সুপন দত্ত বলেন, ‘পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিসের চাহিদা বেশি দেখা যাচ্ছে।’ গোল্ডেন আই নামের আরেক দোকানের বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘করোনার প্রকোপের সময়ের চেয়েও এবার বিক্রি খারাপ। তবে ১ এপ্রিল থেকে বিক্রি বাড়ার আশা করছি।’ 

নিউমার্কেটে ক্রেতা সংকট থাকলেও নগরীর ডাকবাংলোর শহীদ সোহরাওয়ার্দী ও রেলওয়ে বিপণিবিতানগুলোয় ভিড় বেশি দেখা যায়। বেলা ১টার দিকে এসব মার্কেট ঘুরে দেখা যায়, শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্তদের সমাগম বেশি। 

নার্গিস বেগম নামের এক ক্রেতা বলেন, ছোট ছেলের জন্য ৩৫০ টাকায় একটি পাঞ্জাবি কিনেছি। এবার সব জিনিসের দাম অনেক।
এদিকে দরজির দোকানেও এবার মন্দা যাচ্ছে। নিউমার্কেট, হাজী মালেক চেম্বার, আক্তার চেম্বার প্রভৃতি মার্কেটের টেইলার্সের মালিকেরা জানান, এ বছর পোশাক তৈরির কাজের চাপ কম। তাঁরা আগে ১০ রোজার পর আর কাজ নিতে পারতেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত