কাজী শামিম আহমেদ, খুলনা
রমজানের অর্ধেক শেষ। আর সপ্তাহ দুই পরেই পবিত্র ঈদুল ফিতর। তবে ঈদ উৎসব ঘিরে খুলনা নগরের বিপণিবিতানগুলো (মার্কেট) এখনো জমে ওঠেনি। বড় বড় মার্কেটের ব্যবসায়ীরা বাহারি ঈদ পোশাকের পসরা সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।
যদিও বিক্রেতারা বলছেন, ঈদের বেচাকেনা না বাড়লেও আগের চেয়ে ভিড় বেড়েছে। হয়তো চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ার অপেক্ষায় আছেন।
গতকাল সোমবার নগরের বড় বড় মার্কেট, শপিংমলে ক্রেতা উপস্থিতি কম দেখা গেলেও ছোট ছোট মার্কেটে ক্রেতা সমাগম একটু বেড়েছে। এসব মার্কেটে পোশাকের দাম তুলনামূলক কম থাকায় নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ভিড় দেখা যায়। শপিংমলগুলোয় পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে।
নগরীর ঐতিহ্যবাহী নিউমার্কেটে দেখা যায়, অধিকাংশ শপিংমল ফাঁকা। জ্যোতি গার্মেন্টস নামের একটি দোকানের মালিক কামাল হোসেন অলস সময় কাটাচ্ছেন। তিনি বলেন, ‘ব্যবসা খুবই খারাপ। গত বছর আরও খারাপ ছিল। এই সময়টাতে ক্রেতা সরগরম থাকে। এ বছর তেমনটা দেখা যাচ্ছে না।’
পাশের নিউ কালার গার্মেন্টস নামের একটি দোকান ভারতীয় পোশাকের ব্র্যান্ড বিপুল, বিনয়, বিবেক, সোয়াবাতের ফ্রক, গাউন, থ্রিপিস এবং পাকিস্তানি নূর, তাওক্কাল, কারিজমা ব্রান্ডের থ্রিপিস দিয়ে সাজানা হয়েছে। এসব পোশাকের দাম সাড়ে ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার ৪০০ টাকা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির মালিক সুপন দত্ত বলেন, ‘পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিসের চাহিদা বেশি দেখা যাচ্ছে।’ গোল্ডেন আই নামের আরেক দোকানের বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘করোনার প্রকোপের সময়ের চেয়েও এবার বিক্রি খারাপ। তবে ১ এপ্রিল থেকে বিক্রি বাড়ার আশা করছি।’
নিউমার্কেটে ক্রেতা সংকট থাকলেও নগরীর ডাকবাংলোর শহীদ সোহরাওয়ার্দী ও রেলওয়ে বিপণিবিতানগুলোয় ভিড় বেশি দেখা যায়। বেলা ১টার দিকে এসব মার্কেট ঘুরে দেখা যায়, শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্তদের সমাগম বেশি।
নার্গিস বেগম নামের এক ক্রেতা বলেন, ছোট ছেলের জন্য ৩৫০ টাকায় একটি পাঞ্জাবি কিনেছি। এবার সব জিনিসের দাম অনেক।
এদিকে দরজির দোকানেও এবার মন্দা যাচ্ছে। নিউমার্কেট, হাজী মালেক চেম্বার, আক্তার চেম্বার প্রভৃতি মার্কেটের টেইলার্সের মালিকেরা জানান, এ বছর পোশাক তৈরির কাজের চাপ কম। তাঁরা আগে ১০ রোজার পর আর কাজ নিতে পারতেন না।
রমজানের অর্ধেক শেষ। আর সপ্তাহ দুই পরেই পবিত্র ঈদুল ফিতর। তবে ঈদ উৎসব ঘিরে খুলনা নগরের বিপণিবিতানগুলো (মার্কেট) এখনো জমে ওঠেনি। বড় বড় মার্কেটের ব্যবসায়ীরা বাহারি ঈদ পোশাকের পসরা সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।
যদিও বিক্রেতারা বলছেন, ঈদের বেচাকেনা না বাড়লেও আগের চেয়ে ভিড় বেড়েছে। হয়তো চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ার অপেক্ষায় আছেন।
গতকাল সোমবার নগরের বড় বড় মার্কেট, শপিংমলে ক্রেতা উপস্থিতি কম দেখা গেলেও ছোট ছোট মার্কেটে ক্রেতা সমাগম একটু বেড়েছে। এসব মার্কেটে পোশাকের দাম তুলনামূলক কম থাকায় নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ভিড় দেখা যায়। শপিংমলগুলোয় পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে।
নগরীর ঐতিহ্যবাহী নিউমার্কেটে দেখা যায়, অধিকাংশ শপিংমল ফাঁকা। জ্যোতি গার্মেন্টস নামের একটি দোকানের মালিক কামাল হোসেন অলস সময় কাটাচ্ছেন। তিনি বলেন, ‘ব্যবসা খুবই খারাপ। গত বছর আরও খারাপ ছিল। এই সময়টাতে ক্রেতা সরগরম থাকে। এ বছর তেমনটা দেখা যাচ্ছে না।’
পাশের নিউ কালার গার্মেন্টস নামের একটি দোকান ভারতীয় পোশাকের ব্র্যান্ড বিপুল, বিনয়, বিবেক, সোয়াবাতের ফ্রক, গাউন, থ্রিপিস এবং পাকিস্তানি নূর, তাওক্কাল, কারিজমা ব্রান্ডের থ্রিপিস দিয়ে সাজানা হয়েছে। এসব পোশাকের দাম সাড়ে ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার ৪০০ টাকা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির মালিক সুপন দত্ত বলেন, ‘পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিসের চাহিদা বেশি দেখা যাচ্ছে।’ গোল্ডেন আই নামের আরেক দোকানের বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘করোনার প্রকোপের সময়ের চেয়েও এবার বিক্রি খারাপ। তবে ১ এপ্রিল থেকে বিক্রি বাড়ার আশা করছি।’
নিউমার্কেটে ক্রেতা সংকট থাকলেও নগরীর ডাকবাংলোর শহীদ সোহরাওয়ার্দী ও রেলওয়ে বিপণিবিতানগুলোয় ভিড় বেশি দেখা যায়। বেলা ১টার দিকে এসব মার্কেট ঘুরে দেখা যায়, শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্তদের সমাগম বেশি।
নার্গিস বেগম নামের এক ক্রেতা বলেন, ছোট ছেলের জন্য ৩৫০ টাকায় একটি পাঞ্জাবি কিনেছি। এবার সব জিনিসের দাম অনেক।
এদিকে দরজির দোকানেও এবার মন্দা যাচ্ছে। নিউমার্কেট, হাজী মালেক চেম্বার, আক্তার চেম্বার প্রভৃতি মার্কেটের টেইলার্সের মালিকেরা জানান, এ বছর পোশাক তৈরির কাজের চাপ কম। তাঁরা আগে ১০ রোজার পর আর কাজ নিতে পারতেন না।
বাগেরহাটের বন্দর ও পর্যটন নগরী মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সকাল ১০টার দিকে মোংলা পৌরসভা চত্বরে ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের
৯ মিনিট আগে১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ গঠনের আলটিমেটাম দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামক নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
৯ মিনিট আগেসাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কোম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের ও তাঁর তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দস্তগীর ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১১ মিনিট আগেকুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাই স্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও
২৪ মিনিট আগে