Ajker Patrika

কুড়িয়ে পাওয়া অস্ত্র-গুলি থানায় ফিরিয়ে পুরস্কার পেল ২ শিশু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
কুড়িয়ে পাওয়া অস্ত্র-গুলি থানায় ফিরিয়ে পুরস্কার পেল ২ শিশু

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি কুড়িয়ে পাওয়ার পর থানায় ফেরত দিল দুই শিশু। গতকাল সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানকে এসব আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিলে তাদের পুরস্কার দেওয়া হয়। 

পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের দুই শিশু খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায়। পরে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় গিয়ে জমা দেয়। এ সময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান বলেন, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব। 

লুট করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত