Ajker Patrika

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, দুই মাসে আটক ১২৪ 

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৩: ৪২
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, দুই মাসে আটক ১২৪ 

বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় গত ১ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়েছে সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশসহ সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যে গত দুই মাসে সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে ১২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

আজ সোমবার সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত জুন ও জুলাই মাসে ৯টি ইঞ্জিনচালিত ট্রলার, ১৯৩টি নৌকা এবং অবৈধ কাঁকড়া পরিবহনকালে একটি পিকআপ ভ্যান, ৪টি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত ভ্যান জব্দ করেছে বন বিভাগ। 

এ ছাড়া ১২৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে অবৈধ ভেসাল জাল, নিষিদ্ধ কীটনাশক, হরিণ ধরার ফাঁদ ও মাংস, শুঁটকি চিংড়িসহ অন্যান্য সরঞ্জাম। 

আবু নাসের মহসিন বলেন, ‘সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ সময় বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকাসহ অবৈধভাবে প্রবেশ করা জেলেদের আটক করতে সক্ষম হয়েছেন। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের শাস্তির আওতায় আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত