Ajker Patrika

সরকারি জমিতে আ.লীগ নেতার করাতকল

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২: ০৭
সরকারি জমিতে আ.লীগ নেতার করাতকল

বাগেরহাটের চিতলমারীতে সরকারি জমি দখল করে আওয়ামী লীগের এক নেতা করাতকল স্থাপন করছেন বলে অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন জমিতে এসব নির্মাণে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাণ বন্ধ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

কলটি নির্মাণ করছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহন আলী বিশ্বাস। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্যপদে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুরমনি মৌজায় হাটবাজারের খাসজমিতে করাতকলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন মোহন। খবর পেয়ে ৮ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী কাজ স্থগিত করে দেন। এর পরও মোহন কাজ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, ভূমি অফিসের সীমানাপ্রাচীরের সঙ্গেই করাতকলটি অবস্থিত। কংক্রিটের ওপর লোহার অবকাঠামো বসানো হয়েছে। চারপাশে বেশ কিছু কাঠ রয়েছে। সেখানে দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ বলেন, ‘এই জমিতে একসময় বাঁশের হাট ছিল। কিন্তু মোহন আলী বিশ্বাস চেয়ারম্যান হওয়ার পর জায়গাটি দখল করে করাতকল নির্মাণ করেছেন। কয়েক দিন আগে কাজ বন্ধ ছিল, আবার দেখছি কাজ শুরু করেছেন।’ আবুল কালাম নামের আরেক ব্যক্তি জানান, ভূমি অফিস হওয়ার আগে থেকেই এখানে বাঁশের হাট ছিল। এখন দখল করে করাতকল বসানো হয়েছে।

অভিযোগ দেওয়া রাজু আহমেদ দাবি করেন, মোহন জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে সরকারি জমিতে করাতকল নির্মাণ করছেন। বিভিন্ন সময়ে এই জমিসংক্রান্ত মামলায় তিনি হেরে গেছেন। জায়গাটি বাজারের সরকারি সম্পত্তি হওয়ায় রাজু জনস্বার্থে অভিযোগ করেছেন। তিনি চান, এই জায়গা সবার কল্যাণে ব্যবহার করা হোক।

তবে এ নিয়ে কথা হলে মোহন বলেন, ‘আমার জমির সব কাগজপত্র ঠিক আছে। সরকার মামলা করে একাধিকবার হেরেছে। এখন সরকারি অফিসের সামনে মিল থাকায় ইউএনও স্থানান্তর করতে বলেছেন। আমি মিল বিক্রি করে দেব বলেছি। দুই মাস ধরে সব কার্যক্রম বন্ধ রয়েছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী বলেন, ‘আদালত ও ভূমি আপিল বোর্ডে মামলা থাকার পরও মোহন আলী বিশ্বাস ওই জমিতে করাতকল নির্মাণের চেষ্টা করছিলেন। আমরা কাজ বন্ধ করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন বলেন, ‘মোহন আলী বিশ্বাসের অবকাঠামো নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। যত দূর জানি, তাঁর করাতকলের লাইসেন্স নেই। সরকারি অফিসের কাছে কোনো অবস্থায় করাতকল স্থাপন সম্ভব নয়। জমিসংক্রান্ত বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) দেখছেন।’

যোগাযোগ করা হলে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘কোনোভাবেই সরকারি জমি কেউ জবরদখল করতে পারবেন না। আমরা আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত