Ajker Patrika

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, বাবার হাত ভাঙল বখাটেরা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৪০
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, বাবার হাত ভাঙল বখাটেরা

বাগেরহাটের চিতলমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতার হাত ভেঙে দিয়েছে উত্ত্যক্তকারীরা। এ সময় হামলাকারীরা তাঁর ডান পা কুপিয়ে  জখম করে। গত ১৮ অক্টোবর সকালে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মো. আজিজুল শেখ। তাঁর মেয়ে (১৭) উচ্চমাধ্যমিক শিক্ষার্থী। 

 আহত ওই ব্যক্তিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার বিবরণে জানা গেছে, চিতলমারী উপজেলায় মো. আজিজুল শেখের মেয়ে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী। তাঁকে কলেজে যাওয়া-আসার পথে ভ্যানচালক শহিদুল ইসলাম কুটি (৩৩) প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। উত্ত্যক্তর প্রতিবাদ করায় গত ১৮ অক্টোবর সকালে শহিদুল ইসলাম কুটি ও তাঁর লোকজন ওই কলেজ ছাত্রীর বাবা আজিজুল শেখকে লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলায় আজিজুলের ডান হাত ভেঙে যায় ও শাবলের কোপে ডান পা রক্তাক্ত জখম হয়। এ ঘটনার চার দিন পর ২২ অক্টোবর কলেজ ছাত্রীর মা মাফুজা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় শহিদুল ইসলাম কুটিকে প্রধান আসামি করে পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন। 

গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ ছাত্রীর বাবা আহত অবস্থায় মেয়ের কাঁধে মাথা রেখে কান্নাজড়িতকণ্ঠে সাংবাদিকদের বলেন, আমার চারটি মেয়ে। তাদের মধ্যে  মেজো মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী। অনেক কষ্টে দুটি মেয়েকে বিয়ে দিয়েছি। অনেক স্বপ্ন নিয়ে মেয়েটিকে কলেজে পড়াচ্ছি। কিন্তু ওদের কারণে হয়তো মেয়েটির লেখাপড়া বন্ধ করে দিতে হবে। 

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, দেশের অন্য দশটা মেয়ের মতো আমারও লেখাপড়ার অধিকার আছে। এখন আমি কি বখাটেদের কারণে কলেজে যেতে পারব না। 

ঘটনার পর থেকে শহিদুল ইসলাম কুটি ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের কোনো  বক্তব্য পাওয়া যায়নি। 
 
তবে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রেকর্ড করেছি। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

গভর্নরের গাড়ি আটকে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত