Ajker Patrika

সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কা, ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আরিচাগামী সরাসরি লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ভোলার চরফ্যাশনের মোহাম্মদ হোসেন (৫৫) ও শরীয়তপুরের জাজিরার সায়াত শেখ (৩৫)।

সাভার হাইওয়ে থানার পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে ঠিকানা পরিবহনের একটি বাসে যাত্রী তোলার জন্য সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার আরিচাগামী সরাসরি লেনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মোহাম্মদ হোসেন ও সায়াত শেখসহ আরও কয়েকজন যাত্রী অন্তত পাঁচ ফুট উঁচু সড়ক বিভাজন পার হয়ে ওই বাসে উঠছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাসটি ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এতে মোহাম্মদ হোসেন ও সায়াত শেখ বাসের সিঁড়ি থেকে সড়কের ওপরে পড়ে যান।

পুলিশ জানায়, সড়কের ওপর পড়ে যাওয়ার পর উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে পাশের সুপার মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা ও যানজট এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে রেডিও কলোনি এবং আশুলিয়ার নবীনগর এলাকায় কয়েক কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। দূরপাল্লার যানবাহনগুলো ঢাকা ও আরিচাগামী দুটি সরাসরি লেনে চলাচল করার কথা। লোকাল বাস বা অন্য কোনো লোকাল পরিবহনে যাত্রী ওঠানো ও নামানোর জন্য লোকাল লেন দিয়ে চলাচল করার কথা। কিন্তু লোকাল বাসের চালকেরা তা না মেনে সরাসরি লেনে গাড়ি থামিয়ে যাত্রী তোলেন এবং নামিয়ে দেন। এতে প্রায়ই ওই সব স্থানে দুর্ঘটনা ঘটে এবং যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর আজ সকালে মহাসড়কের উলাইল থেকে রেডিও কলোনি পর্যন্ত এলাকা ঘুরে পাকিজার মোড় ও রেডিও কলোনি বাস স্ট্যান্ডসহ ওই এলাকার বিভিন্ন স্থানে সরাসরি লেনে লোকাল বাস থামিয়ে যাত্রী ওঠাতে ও নামাতে দেখা গেছে। এ সময় যাত্রীদেরও ওই সব বাসে ওঠার জন্য সড়ক বিভাজন টপকিয়ে যেতে দেখা যায়, যাঁদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, দুর্ঘটনার পর চালকসহ তাঁদের সহকারীরা পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

সরাসরি লেনে বাস ও অন্য কোনো পরিবহনে যাত্রী ওঠানো ও নামানোর বিষয়ে পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, সরাসরি লেনে যানবাহনে যাত্রী ওঠানো ও নামানোর বিষয়টি আমাদের নজরে এলেই আমরা ওই সব যানবাহনের বিরুদ্ধে মামলা দিচ্ছি। কিন্তু এর পরও তা বন্ধ হচ্ছে না। আসলে যাত্রী ও যানবাহন শ্রমিকেরা সচেতন না হলে এসব বন্ধ করা অসম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত