Ajker Patrika

দেবহাটায় অপরিপক্ব আম বিক্রির চেষ্টা, ২ টন জব্দের পর ধ্বংস

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০১: ০০
দেবহাটায় অপরিপক্ব আম বিক্রির চেষ্টা, ২ টন জব্দের পর ধ্বংস

সাতক্ষীরার দেবহাটায় প্রায় দুই টন অপরিপক্ব আম জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতির সময় জব্দ করা হয়।

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী কামটা গ্রামের কয়েকটি বাড়ি ও ফলের আড়তে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। 

জেলা প্রশাসনের তথ্যমতে, সাতক্ষীরায় আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও প্রাকৃতিকভাবে পাকানো আম বাজারজাত করা যাবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘আজ জেলা আম বাজার ব্যবস্থাপনা কমিটির সভা হয়। জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভা শেষে ফেরার সময় খবর পান কামটা এলাকায় বিপুল পরিমাণ অপরিপক্ব আম প্রস্তুত করা হচ্ছে। তৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কাঁচা ও আধাপাকা আম জব্দ করা হয়। যেসব আম জব্দ করা হয়েছে তার ভেতরের আঁটি এখনো পরিপক্ব হয়নি। তাই জব্দকৃত আম জনসম্মুখে গাড়ির চাকায় পিষে এবং কেটে নষ্ট করা হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত