পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব।
আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়।
কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন।
এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব।
আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়।
কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন।
এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগে