চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে