ইবি প্রতিনিধি
টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠের মতো একটি অডিও প্রকাশিত হয়েছে। অডিওতে উপাচার্যকে ‘আগের সব শিক্ষক নিয়োগ টাকায় হয়েছে’ এমন কথা বলতে শোনা যায়। এই অডিওর ব্যাপারে উপাচার্যের অবস্থান জানানোর জন্য অনুরোধ করেছে শিক্ষক সমিতি।
আজ শনিবার এক বিবৃতিতে শিক্ষক সমিতি এই অনুরোধ জানায়।
বিবৃতিতে বলা হয়, আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অডিওতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথোপকথন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। ওই অডিওতে উপাচার্যের মন্তব্যে শিক্ষক সমিতি হতবাক। এ ধরনের মন্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে শিক্ষক সমিতি মনে করে। প্রচারিত অডিওর বক্তব্যের বিষয়ে উপাচার্যকে অবস্থান জানানোর জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে শিক্ষক সমিতি মনে করে, অডিওটার কণ্ঠ উপাচার্যের। তাই আমরা বর্তমান উপাচার্যের দায়িত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলে জানিয়েছি যে উপাচার্য ক্যাম্পাসে আসামাত্র তাঁর অবস্থান যেন পরিষ্কার করেন। তিনি যেটা জানাবেন তাঁর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
এদিকে একই ঘটনায় আরেকটি বিবৃতি দিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। শাপলা ফোরামের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মিসেস সালাম নামের আইডিতে পোস্ট করা উপাচার্যের একটি অডিও শাপলা ফোরামের নজরে এসেছে। ওই অডিওতে তাঁর যে কণ্ঠ এসেছে, সেখানে তিনি তাঁর সময়ের আগে ইবির সব শিক্ষক টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী, এমনকি নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারেরা পর্যন্ত টাকা লেনদেনের সঙ্গে জড়িত। এখানকার দায়িত্বপ্রাপ্ত ডিনরা কোনো কাজ না করে বঙ্গবন্ধুর নামে ‘জিকির’ করেন বলে ওই অডিওতে তাঁকে বলতে শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি অডিওতে উপাচার্য আগামী ২২ ফেব্রুয়ারি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ডের প্রশ্ন আগেই ফাঁস করেছেন বলে প্রতিয়মান হয়। প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম যখন মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সর্বক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলতার চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত উপাচার্য কর্তৃক এহেন মন্তব্য ও কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে শাপলা ফোরাম মনে করে।
অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ঢালাওভাবে এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই কাম্য নয় এবং শাপলা ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ওই অডিও উপাচার্যের কি না, সে সম্পর্কে ব্যাখ্যা প্রদানসহ তাঁর অবস্থান পরিষ্কার করার জন্য শাপলা ফোরাম আহ্বান জানাচ্ছে।
এ ব্যাপারে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, শাপলা ফোরাম মনে করে অডিওটি উপাচার্যের।
টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠের মতো একটি অডিও প্রকাশিত হয়েছে। অডিওতে উপাচার্যকে ‘আগের সব শিক্ষক নিয়োগ টাকায় হয়েছে’ এমন কথা বলতে শোনা যায়। এই অডিওর ব্যাপারে উপাচার্যের অবস্থান জানানোর জন্য অনুরোধ করেছে শিক্ষক সমিতি।
আজ শনিবার এক বিবৃতিতে শিক্ষক সমিতি এই অনুরোধ জানায়।
বিবৃতিতে বলা হয়, আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অডিওতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথোপকথন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। ওই অডিওতে উপাচার্যের মন্তব্যে শিক্ষক সমিতি হতবাক। এ ধরনের মন্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে শিক্ষক সমিতি মনে করে। প্রচারিত অডিওর বক্তব্যের বিষয়ে উপাচার্যকে অবস্থান জানানোর জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে শিক্ষক সমিতি মনে করে, অডিওটার কণ্ঠ উপাচার্যের। তাই আমরা বর্তমান উপাচার্যের দায়িত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলে জানিয়েছি যে উপাচার্য ক্যাম্পাসে আসামাত্র তাঁর অবস্থান যেন পরিষ্কার করেন। তিনি যেটা জানাবেন তাঁর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
এদিকে একই ঘটনায় আরেকটি বিবৃতি দিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। শাপলা ফোরামের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মিসেস সালাম নামের আইডিতে পোস্ট করা উপাচার্যের একটি অডিও শাপলা ফোরামের নজরে এসেছে। ওই অডিওতে তাঁর যে কণ্ঠ এসেছে, সেখানে তিনি তাঁর সময়ের আগে ইবির সব শিক্ষক টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী, এমনকি নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারেরা পর্যন্ত টাকা লেনদেনের সঙ্গে জড়িত। এখানকার দায়িত্বপ্রাপ্ত ডিনরা কোনো কাজ না করে বঙ্গবন্ধুর নামে ‘জিকির’ করেন বলে ওই অডিওতে তাঁকে বলতে শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি অডিওতে উপাচার্য আগামী ২২ ফেব্রুয়ারি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ডের প্রশ্ন আগেই ফাঁস করেছেন বলে প্রতিয়মান হয়। প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম যখন মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সর্বক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলতার চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত উপাচার্য কর্তৃক এহেন মন্তব্য ও কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে শাপলা ফোরাম মনে করে।
অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ঢালাওভাবে এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই কাম্য নয় এবং শাপলা ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ওই অডিও উপাচার্যের কি না, সে সম্পর্কে ব্যাখ্যা প্রদানসহ তাঁর অবস্থান পরিষ্কার করার জন্য শাপলা ফোরাম আহ্বান জানাচ্ছে।
এ ব্যাপারে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, শাপলা ফোরাম মনে করে অডিওটি উপাচার্যের।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাটি ব্যবসায়ী আব্দুল মতিন ওরফে মাটি মতিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারীর বিরুদ্ধে।
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে।
৩০ মিনিট আগেচেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে