Ajker Patrika

যশোরে ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা

­যশোর প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৫, ১৫: ২২
নিহত রেজা ডাবলু। ছবি: সংগৃহীত
নিহত রেজা ডাবলু। ছবি: সংগৃহীত

যশোরে এক ইজিবাইকচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সেলিম রেজা ডাবলু (৪০)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।

গতকাল রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে ডাবলুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই শাহীন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ডাবলু। পরে রোববার সকালে এক চাচার ফোনে তাঁরা মৃত্যুর খবর পান। স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশকে উপস্থিত পান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শাহীনের ভাষ্য, ‘‘যদি ছিনতাই হতো, তবে ছিনতাইকারীরা কয়েকটা ছুরিকাঘাত করেই ইজিবাইক নিয়ে চলে যেত। কিন্তু ভাইয়ের মাথা, বুক, পেট, পিঠ ও দুই পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। এটা শুধুই ছিনতাই নয়।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, ভোরে পুলিশ একটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে, পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বের হয়ে এসেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত