Ajker Patrika

ইবির সিএসই বিভাগে স্নাতক শেষ করতে লাগছে ৬ বছর

ইবি প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৪: ৪৫
ইবির সিএসই বিভাগে স্নাতক শেষ করতে লাগছে ৬ বছর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত ব্যাচে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী সেশনজটে আটকে আছেন। চার বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে ছয় বছর। শিক্ষার্থীরা দ্রুত এই জটের নিরসন চেয়েছেন। 

সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে পাঁচটি ব্যাচ অধ্যয়নের কথা থাকলেও বর্তমানে অনার্সে পাঁচ এবং মাস্টার্সে দুটিসহ মোট সাতটি ব্যাচ অধ্যয়নরত আছে। এতে শিক্ষার্থী আছেন প্রায় ৩৫০ জন। এ ছাড়া সর্বশেষ ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস এখনো শুরু হয়নি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের ল্যাব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নেওয়া হয়নি মাস্টার্সের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা। 

বিভাগে শিক্ষক আছেন ১৭ জন। বর্তমানে ১০ জন শিক্ষক ক্লাস নেন। সাতজন শিক্ষক দেশের বাইরে আছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো ক্লাস-পরীক্ষা না নেওয়া, ফলাফল প্রকাশে ধীরগতি এবং শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেশনজটের গ্যাঁড়াকলে পড়েছেন শিক্ষার্থীরা। একাধিকবার সেশনজট নিরসনের দাবি জানানো হলেও সমাধান হয়নি। 

সম্প্রতি সেশনজট নিরসনসহ বিভাগ সংস্কারের দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের সভাপতির কাছে ৯ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থীদের মূল দাবি হলো, সেশনজট নিরসনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে হবে। 

২০১৬-১৭ শিক্ষাবর্ষের সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার চার বছরের স্নাতক শেষ করতে ছয় বছর লেগেছে। এক বছর মেয়াদি মাস্টার্স শেষ করতে দুই বছর লাগছে। তাও শেষ হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।’ 

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল হক বলেন, ‘আমাদের বিভাগে সেশনজট আছে। সমস্যা সমাধানে শিক্ষার্থীরা আমার কাছে ৯ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। একাডেমিক কমিটির সভায় তাঁদের দাবি নিয়ে আলোচনা করব। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত