Ajker Patrika

যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

যশোরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ফারুক হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ঈদের দিন সকাল ৯টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও ফারুকের বোন (২৫) মারাত্মক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাঁর নাম জানা যায়নি।

ফারুক যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের আব্দুস সামাদের ছেলে। 

জানা গেছে, ফারুক তাঁর বোনকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। মনিহার বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফারুক ঘটনাস্থলেই মারা যান। মারাত্মকভাবে আহত হন তাঁর বোন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। ফারুকের আহত বোনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত