Ajker Patrika

মোরেলগঞ্জে কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারডুবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৪: ৫১
মোরেলগঞ্জে কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারডুবি

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১ কোটি টাকার মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার সকালে উপজেলার সন্ন্যাসী বাজারসংলগ্ন নদীতে নোঙর করা অবস্থায় এমভি বলেশ্বর নামের ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল ছিল। এসব পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারে কাজ শুরু করেন।

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে এমভি বলেশ্বর ট্রলারটি ছেড়ে আসে। আজ সকাল ৯টার দিকে ট্রলারটি সন্ন্যাসীতে পৌঁছায়। পরে এটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

এ বিষয়ে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, হঠাৎ ট্রলারটি ডুবে যাওয়ায় বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামাল উদ্ধারের কাজ চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত