চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের নিরাপত্তা ক্যাম্পের টয়লেট থেকে জামাল উদ্দীন (৫৫) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টয়লেটের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, তিনি টয়লেটে অবস্থানের সময় স্ট্রোক করে মারা গেছেন।
জামাল উদ্দীন কুষ্টিয়ার কুমারখালী থানার ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘টয়লেটে অবস্থানকালে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সাইদুর রহমান নামে ক্যাম্পের অপর এক আনসার সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে জামাল উদ্দীন সম্পূর্ণ সুস্থ ছিলেন। দুপুরের পর জামাল উদ্দীনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনটি ক্যাম্পেই ছিল। বিকেলেও খোঁজ না পাওয়ায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ক্যাম্পের টয়লেটের ভেতর থেকে বন্ধ পাই। কারও সাড়া না পেয়ে বিষয়টি ইউএনও স্যার ও থানা-পুলিশকে জানানো হয়। পরে দরজা ভাঙলে ভেতর থেকে জামাল উদ্দীনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার পর ইউএনও গার্ড ক্যাম্পে কর্মরত আনসার সদস্য জামাল উদ্দীন টয়লেটে অবস্থানের সময় স্ট্রোক করে মারা যান। সন্ধ্যায় ক্যাম্পে ডিউটিরত অপর আনসার সদস্য সাইদুর রহমান তাকে টয়লেটের মধ্যে পান। এ সময় টয়লেটটি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আনসার সদস্য জামাল উদ্দীনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় পরীক্ষা–নিরীক্ষা করলে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমিসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের নিরাপত্তা ক্যাম্পের টয়লেট থেকে জামাল উদ্দীন (৫৫) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টয়লেটের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, তিনি টয়লেটে অবস্থানের সময় স্ট্রোক করে মারা গেছেন।
জামাল উদ্দীন কুষ্টিয়ার কুমারখালী থানার ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘টয়লেটে অবস্থানকালে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সাইদুর রহমান নামে ক্যাম্পের অপর এক আনসার সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে জামাল উদ্দীন সম্পূর্ণ সুস্থ ছিলেন। দুপুরের পর জামাল উদ্দীনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনটি ক্যাম্পেই ছিল। বিকেলেও খোঁজ না পাওয়ায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ক্যাম্পের টয়লেটের ভেতর থেকে বন্ধ পাই। কারও সাড়া না পেয়ে বিষয়টি ইউএনও স্যার ও থানা-পুলিশকে জানানো হয়। পরে দরজা ভাঙলে ভেতর থেকে জামাল উদ্দীনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার পর ইউএনও গার্ড ক্যাম্পে কর্মরত আনসার সদস্য জামাল উদ্দীন টয়লেটে অবস্থানের সময় স্ট্রোক করে মারা যান। সন্ধ্যায় ক্যাম্পে ডিউটিরত অপর আনসার সদস্য সাইদুর রহমান তাকে টয়লেটের মধ্যে পান। এ সময় টয়লেটটি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আনসার সদস্য জামাল উদ্দীনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় পরীক্ষা–নিরীক্ষা করলে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমিসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে