Ajker Patrika

খুলনায় সালাম মূর্শেদীসহ আওয়ামী লীগের ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
খুলনায় সালাম মূর্শেদীসহ আওয়ামী লীগের ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপি কর্মী সোহেল পারভেজ কাঁকন বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি করেন।

খুলনার পুলিশ সুপার (এসপি) মো. সাঈদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতা-কর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট এলাকায় পাকা রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিরা কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়িবহরে নেতা-কর্মীদের ওপর হামলা করেন।

মামলার এজাহারে আরও বলা হয়, এ সময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। পরে আসামিরা দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া রামদার কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।

মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করা হলেও আরও ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত