Ajker Patrika

বাগেরহাটে স্কুল শিক্ষার্থী ধর্ষণ, ‍আরও ২ আসামি গ্রেপ্তার

বাগেরহাট ও কচুয়া প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের কচুয়া উপজেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আরও ২ আসামিকে পৃথক দুই স্থান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। মামলার প্রধান আসামি মো. সজীব মোল্লাকে র‍্যাব-৬ এর একটি দল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে গ্রেপ্তার করে। আরেক আসামি শকিজুল ওরফে টিপুকে (২৩) মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করে কচুয়া থানা-পুলিশ।

এর আগে গত শনিবার এজাজুল মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এই ধর্ষণ মামলার চার আসামির তিনজনকেই গ্রেপ্তার করল পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে গ্রেপ্তার সজীব মোল্লাকে কচুয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। 

গ্রেপ্তার মো. সজীব মোল্লা (২৫) কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার বারেক মোল্লার ছেলে ও শকিজুল ওরফে টিপু (২৩) একই গ্রামের ইউসুফ শেখের ছেলে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কুচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। 

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ সচেষ্ট ছিল। আসামীরা পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকার কামরাঙ্গিচর এলাকা থেকে শকিজুল ওরফে টিপুকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে র‍্যাব সজীব মোল্লা নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে স্থানীয় চার বখাটে তাকে ধর্ষণ করে। শুক্রবার রাতে ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। পর দিন শনিবার সকালে অভিযুক্ত এজাজুল মোল্লাকে আটক করে পুলিশ। ওই দিন বিকেলে নির্যাতিতা শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত