Ajker Patrika

নড়াইলে শেখ হাসিনা–কাদেরসহ ২৪ জনের নামে মামলা

নড়াইল প্রতিনিধি
Thumbnail image

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার সদর থানায় মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর একই ঘটনায় সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করা হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশব্যাপী খুন, গুম ও জখমের হুকুম পেয়ে আসামিরা ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে শহরের রাসেল সেতুর পূর্ব পাশে পরিকল্পিতভাবে হামলা চালায়। আসামিদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়। 

ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনার পর ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়েছে। শনিবার যে এজাহারটি জমা দেওয়া হয়েছে সেটি ১০ সেপ্টেম্বরের মামলার সঙ্গে যুক্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। জমা দেওয়া এজাহারে যারা নতুন আসামি হয়েছেন, শুধুমাত্র তারাই পূর্বের মামলার সঙ্গে যুক্ত হবেন। একই ঘটনায় একাধিক মামলা নেওয়ার সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত