যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোরের-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার উপপরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।
খইতলা এলাকার সাইদুর রহমান বলেন, ‘আজ ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি। মোড়ের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির দোকানের সামনে উপুড় হয়ে পড়ে ছিলেন আমেনা বেগম। তাঁর মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।’
মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন, আমেনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৪০-৫০ বছর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত বাসের পেছনের অংশের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোরের-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার উপপরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।
খইতলা এলাকার সাইদুর রহমান বলেন, ‘আজ ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি। মোড়ের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির দোকানের সামনে উপুড় হয়ে পড়ে ছিলেন আমেনা বেগম। তাঁর মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।’
মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন, আমেনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৪০-৫০ বছর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত বাসের পেছনের অংশের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
১৩ মিনিট আগে৫ আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবি যাই হোক, সবাই নেমে আসছে রাস্তায়। সড়ক অবরোধ করেই যেন আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা তাদের। আন্দোলনের এই চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা নগরবাসীর। ঘর থেকে বের হলেই যাত্রাপথের স্বাভাবিক রাস্তা যেখানে ১০ মিনিটে
২৩ মিনিট আগেযমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে বোতল ফ্লিপ বা ঘূর্ণায়ন অবস্থায় হাওয়ায় তুলে দেন এক যুবক। বোতলটি ঘুরতে ঘুরতে প্রায় ১৫-২০ ফুট দূরে থাকা উপদেষ্টা মাহফুজের মাথায় গিয়ে লাগে। বিষয়টি অনেকের মনেই প্রশ্নের জন্ম
২৫ মিনিট আগেবাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। একই সঙ্গে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।
২৫ মিনিট আগে