Ajker Patrika

বন্ধুর হয়ে পরীক্ষা দিতে এসে কলেজছাত্র কারাগারে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ১২
বন্ধুর হয়ে পরীক্ষা দিতে এসে কলেজছাত্র কারাগারে

বন্ধুর পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক বছরের কারাদণ্ড হয়েছে পিকুল নামের এক কলেজছাত্রের। কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রকৃত এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদাকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর বোর্ডে চলমান এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা ছিল শুক্রবার। এদিন স্থানীয় বীরেন শিকদার আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদারের হয়ে তাঁর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে যান পিকুল নামের ওই কলেজছাত্র।

মূল পরীক্ষার্থী আবু ওবাইয়া উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তার বদলি হয়ে পরীক্ষায় অংশ নেওয়া কলেজছাত্র পিকুল স্থানীয় বাঐজানী গ্রামের লুৎফর শেখের ছেলে এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কক্ষ পরিদর্শক শামীম আহমেদ বলেন, ‘যশোর বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থগিত ছিল। সেই স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ (রোববার) অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পরীক্ষায় অংশ নেওয়া পিকুলকে দেখে সন্দেহ হয়। এরপর তার নাম জিজ্ঞেস করতেই বেরিয়ে যায় থলের বিড়াল! বন্ধু আবু ওবাইদার হয়ে পরীক্ষায় অংশ নিলেও কক্ষ পরিদর্শকের কাছে অসাবধানতাবশত নিজের নাম পিকুল বলে ফেলে। এরপর তাঁকে কেন্দ্রসচিবের কক্ষে আনা হয়। সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকে সোপর্দ করা হয়। পিকুল তাঁর দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসুদেব কুমার মালো এক বছরের কারাদণ্ডাদেশ দেন।’

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শিক্ষকেরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে এক বছরের জেল দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত