প্রতিনিধি, সাতক্ষীরা
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
নাটোরের লালপুরে একটি খামারে ১৮০ গ্রাম ওজনের একটি মুরগির ডিম পাওয়া গেছে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত মুরগির ডিমের ওজন ৫০-৬০ গ্রাম হয়ে থাকে। সেখানে এই বিশাল আকৃতির ডিম দেখে বিস্মিত এলাকাবাসী। ডিমটি দেখতে অনেকে ভিড় জমাচ্ছেন।
৫ মিনিট আগেভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
৭ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্য বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাজিম উদ্দিন ট্রেডার্সে টেলিফোন সংযোগের জন্য ২০১২ সালে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গৌরীপুর কার্যালয়ের লাইনম্যান মোহাম্মদ আলী সংযোগ খরচ বাবদ...
১২ মিনিট আগেউপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের তরুণেরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের কাছ থেকে। আগ্রাসন থেকে মুক্তির জন্য এ দেশের তরুণেরা ঝাঁপিয়ে পড়েছে রাজপথে। অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি।’
১৫ মিনিট আগে