Ajker Patrika

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬: ৪০
Thumbnail image

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাঁদের নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

এলাকাবাসী জানায়, রাত ৪টার দিকে সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় ৯ জন পুরুষ ও ৫ জন নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ঢোকেন। তাঁরা হেঁটে সোনাপুর গ্রামে গিয়ে ভ্যানযোগে ভোরে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছান।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা কাজের খোঁজে অনেক আগে ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার একপর্যায়ে তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। বেশ কিছুদিন হাজতবাসের পর গতরাতে তাঁদের সোনাপুর সীমান্তে এনে আঙুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। পরে কাঁটাতারের গেট খুলে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘পুশব্যাকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিজিবির কাছে কোনো তথ্য আছে কিনা তাও আমার জানা নেই।’

তবে পুশব্যাকের বিষয়ে জানতে চাইলে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার খালেক বলেন, ‘আমাদের কাছে পুশব্যাকের কোনো তথ্য নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত