Ajker Patrika

ঝিনাইদহে চোরাচালান নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে।

উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মহেশপুরের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালান নিয়ে তরিকুল ইসলাম আকালে এবং মতিয়ার রহমান ও তাঁর ভাই রফির দুটি পক্ষ আছে। এই নিয়ে চলমান বিরোধে চলতি বছরের ২৫ মার্চ ভোরে তরিকুল প্রতিপক্ষের মতিয়ারের পায়ে গুলি করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এই বিরোধের জেরে গতকাল সন্ধ্যায় তরিকুলের ছোট ভাই ইব্রাহিমকে পল্লাটিপাড়া গ্রামের রাস্তায় একা পেয়ে তাঁর ওপর গুলি চালান মতিয়ারের ভাই রফিসহ কয়েকজন। এ সময় পরপর চারটি গুলি করা হলেও পালানোর সময় দুটি গুলি ইব্রাহিমের পায়ে লাগে। পরে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া যায়, যা রফির ব্যবহৃত বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত