Ajker Patrika

পদ্মায় মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার অভিযান

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ২৪
পদ্মায় মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার অভিযান

মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিমানবাহিনীর বিশেষ টিম হেলিকপ্টার নিয়ে এই সমন্বিত অভিযান পরিচালনা করে। 

অভিযানে ছয়টি স্পিডবোট ও ১০টি ট্রলার ব্যবহার করা হয়। অভিযান চলাকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটজন জেলেকে আটক করা হয়। পরে চারজন জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর চারজন জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিশেষ এই সমন্বিত অভিযানে নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। 

জব্দ করা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছেসমন্বিত এই অভিযানে অংশগ্রহণ করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাজিবুল আলম, জেলা মৎস্য অফিসার প্রণব কুমার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস্রাফুজ্জামান ভূঁইয়া, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল-নাসিফ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল হক, সুরেশ্বর নৌপুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম, নড়িয়া ও জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, নড়িয়া-জাজিরা থানা ও নৌপুলিশ সদস্যরা।       

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত