Ajker Patrika

‘তোদের কি আল্লাহ কম দিছে? সকালে এক লাখ টাকা রেডি রাখিস।’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে এক লাখ টাকা দাবির কথা শোনা যায়। তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ।

ভুক্তভোগীর স্বজনেরা জানিয়েছেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার হাজী সফুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের কাছে এই টাকা দাবি করেন।

ভাইরাল অডিওতে শোনা যায়, হিরণ জাহাঙ্গীরের উদ্দেশে বলেন, ‘তোমরা কি আমারে পাগল মনে করো, নাকি আমি ছাগল? তুমি বলছ সকালে আসবা এক লাখ টাকা নিয়া। তুমি আসো। তোমার কাছে টাকা না থাকলে কি তোমাকে বেঁধে রাখব? টাকা না থাকলে তোমার বাবাকে বের করে টাকা আদায় করব, তাতেই চলবে। তুই সকাল বেলা এক লাখ টাকা নিয়ে আয়। বাকি টাকা তোমার বাবাকে বের করে তার কাছ থেকে নেব। তুই যেই গাড়ি দিয়ে ঘোরাফেরা করোস, সেই গাড়ি বন্ধক দিয়ে আমি টাকা নেব। বাকি টাকা তোর বাবার কাছ থেকে নেব আমি। তোদের কি আল্লাহ কম দিছে? সকাল ৮টা-৯টার দিকে এক লাখ টাকা রেডি রাখিস।’

বিষয়টি নিশ্চিত করে ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাজি মো. সফুর উদ্দিন বলেন, ‘অডিও রেকর্ডের বিষয়টি সত্য। বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা আছে। এই মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তিন দফায় আমার পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা নিছে হিরণসহ তার লোকজন। দেড় মাস আগে আমার ছেলের কাছ থেকে এক লাখ টাকা নিছে। সেই ঘটনার অডিও রেকর্ড আপনারা পেয়েছেন। সে আমার অনেক ক্ষতি করেছে।’

সফুর উদ্দিন আরও বলেন, ‘আমার নাম মামলায় যুক্ত করেছে হিরণ। এখন সেই মামলা থেকে মুক্ত করে দিবে—এমন কথা বলে দফায় দফায় টাকা নিয়েছে। ২০২২ সালে একটি হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলা দিয়েছে আমার নামে। এই মামলাগুলো সব রাজনৈতিক মামলা।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, ‘অডিও রেকর্ডটি এডিট করা। আমি তাদের কাছে টাকা চাইনি। উল্টো তারা মামলা থেকে খালাস পেতে আমাকে বারবার ফোন করেছে। কিন্তু আমি কোনো সুপারিশে যাব না।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমি এটা নিয়ে হিরণের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে অডিও রেকর্ডটি এডিট করা। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত