নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কেরানীগঞ্জ প্রতিনিধি
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন।
তাঁদের মধ্যে একজনের নাম আলিফ (১৪)। ২৫ ও ৫০ বছর বয়সী বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে ১৭ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘যে তিনজন মারা গেছেন, একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৩৮ বছর, একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম আলিফ। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। তখনই অনেকেই বাল্কহেডের নিচে চলে পড়েন। অনেকে সাঁতার কেটে তীরে ওঠেন। অনেককে উদ্ধার করেছেন বিভিন্ন নৌকার মাঝি।
ওয়াটার বাসটির যাত্রী আব্দুল কাদের বলেন, তিনি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে ওঠেন। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। তাঁর জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশে নিখোঁজ বেশ কয়েকজনের স্বজন অপেক্ষা করছেন। কেউ কেউ হাসপাতালে গিয়ে খুঁজছেন।
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন।
তাঁদের মধ্যে একজনের নাম আলিফ (১৪)। ২৫ ও ৫০ বছর বয়সী বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে ১৭ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘যে তিনজন মারা গেছেন, একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৩৮ বছর, একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম আলিফ। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। তখনই অনেকেই বাল্কহেডের নিচে চলে পড়েন। অনেকে সাঁতার কেটে তীরে ওঠেন। অনেককে উদ্ধার করেছেন বিভিন্ন নৌকার মাঝি।
ওয়াটার বাসটির যাত্রী আব্দুল কাদের বলেন, তিনি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে ওঠেন। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। তাঁর জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশে নিখোঁজ বেশ কয়েকজনের স্বজন অপেক্ষা করছেন। কেউ কেউ হাসপাতালে গিয়ে খুঁজছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে