নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নায়িকা পরীমণি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া নজরুল ইসলাম রাজ ও আশরাফুল ইসলাম দীপুকেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
গতকাল বুধবার পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে এলএসডি, আইস ও দামি বিদেশি মদসহ আটক করে র্যাব। এই সময়ে তাঁর বাসা থেকে আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। এর পরপরই বনানীর ৭ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজাত এলাকায় এসব পার্টিতে অংশগ্রহণকারীদের তথ্য এসেছে র্যাবের হাতে। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখনই খোলাসা করছেন না তাঁরা।
র্যাবের দাবি, রাজের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের (প্রমোদ ভ্রমণ) আয়োজন করত। দুবাই, ইউরোপ, আমেরিকাতে এ ধরনের পার্টি হতো। ঢাকা বনানী, গুলশান, উত্তরায় যেসব পার্টি হতো সেখানে ১৫ থেকে ২০ জনের দল অংশ নিত। সেখানে অভিজাত মহলের অংশগ্রহণকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মাদক ও নারীদের উপস্থিতি থাকত।
র্যাবের মুখপাত্র জানান, অনেকের নামই এসেছে তদন্তে। তবে তা উদ্দেশ্যপ্রণোদিত কি–না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নায়িকা পরীমণি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া নজরুল ইসলাম রাজ ও আশরাফুল ইসলাম দীপুকেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
গতকাল বুধবার পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে এলএসডি, আইস ও দামি বিদেশি মদসহ আটক করে র্যাব। এই সময়ে তাঁর বাসা থেকে আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। এর পরপরই বনানীর ৭ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজাত এলাকায় এসব পার্টিতে অংশগ্রহণকারীদের তথ্য এসেছে র্যাবের হাতে। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখনই খোলাসা করছেন না তাঁরা।
র্যাবের দাবি, রাজের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের (প্রমোদ ভ্রমণ) আয়োজন করত। দুবাই, ইউরোপ, আমেরিকাতে এ ধরনের পার্টি হতো। ঢাকা বনানী, গুলশান, উত্তরায় যেসব পার্টি হতো সেখানে ১৫ থেকে ২০ জনের দল অংশ নিত। সেখানে অভিজাত মহলের অংশগ্রহণকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মাদক ও নারীদের উপস্থিতি থাকত।
র্যাবের মুখপাত্র জানান, অনেকের নামই এসেছে তদন্তে। তবে তা উদ্দেশ্যপ্রণোদিত কি–না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
৪০ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে