প্রতিনিধি, (গাজীপুর)
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকায় গতকাল সোমবার দুপুরে তুরাগ নদের শাখা নদীর পানিতে গোসল করতে নেমে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ চার স্কুলছাত্রীর মধ্যে তিনজনের মরদেহ গতকাল সোমবারই উদ্ধার করা হয়। নিখোঁজ অপর স্কুলছাত্রীর মরদেহ আজ মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম রিয়া আক্তার। সে তৃতীয় শ্রেণির ছাত্রী।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চার ছাত্রী নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও অপর স্কুলছাত্রীর খোঁজ না মেলায় অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার অভিযান চালানোর একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই শ মিটার দূরে মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।
প্রসঙ্গত, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রতিবেশী পাঁচ ছাত্রী তুরাগ নদের শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় এক ছাত্রী পানির স্রোতে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে অপর ছাত্রীরা এগিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে চারজনই পানির স্রোতে ডুবে যায়। অপর শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে চেষ্টা শুরু করে।
উল্লেখ্য, গতকাল সোমবার মৃত অবস্থায় উদ্ধার হওয়া তিন ছাত্রী হলেন-পাইনশাইল এলাকার সোলেমানের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৪), হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), একই এলাকার মো. মঞ্জুর আলমের মেয়ে মায়া আক্তার (১৫)। এদের মধ্যে আইরিন গাছ পুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকায় গতকাল সোমবার দুপুরে তুরাগ নদের শাখা নদীর পানিতে গোসল করতে নেমে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ চার স্কুলছাত্রীর মধ্যে তিনজনের মরদেহ গতকাল সোমবারই উদ্ধার করা হয়। নিখোঁজ অপর স্কুলছাত্রীর মরদেহ আজ মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম রিয়া আক্তার। সে তৃতীয় শ্রেণির ছাত্রী।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চার ছাত্রী নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও অপর স্কুলছাত্রীর খোঁজ না মেলায় অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার অভিযান চালানোর একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই শ মিটার দূরে মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।
প্রসঙ্গত, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রতিবেশী পাঁচ ছাত্রী তুরাগ নদের শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় এক ছাত্রী পানির স্রোতে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে অপর ছাত্রীরা এগিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে চারজনই পানির স্রোতে ডুবে যায়। অপর শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে চেষ্টা শুরু করে।
উল্লেখ্য, গতকাল সোমবার মৃত অবস্থায় উদ্ধার হওয়া তিন ছাত্রী হলেন-পাইনশাইল এলাকার সোলেমানের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৪), হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), একই এলাকার মো. মঞ্জুর আলমের মেয়ে মায়া আক্তার (১৫)। এদের মধ্যে আইরিন গাছ পুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
প্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
৫ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
১৭ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
২২ মিনিট আগে