নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঠিক এক বছর আগে করোনাকালে এক দমবন্ধ অবস্থায় জন্ম হয় দৈনিক আজকের পত্রিকার। যখন দেশের আর সব জাতীয় দৈনিক নিজেদের সংকুচিত করে নিচ্ছিল। তখন গুটিগুটি পায়ে নতুন আসা এই দৈনিক সারা দেশের স্থানীয় দৈনিকে পরিণত হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকটকালে বাজারে আসা এই কাগজ দিনে দিনে সম্ভাবনার জায়গায় পৌঁছেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন শুরু হয় আজ সোমবার দুপুর ১২টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকের পত্রিকা একটা পরিবার। আমরা সবাই অন্তরের টানে এখানে কাজ করি। সংকটের সময় আমরা বাজারে এসেছিলাম, এখন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে।’
দেশের প্রকাশিত ১ হাজার ২০০ পত্রিকার মধ্যে বর্তমানে প্রচারসংখ্যার দিক থেকে আজকের পত্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানান ড. মো. গোলাম রহমান।
সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিদিনই কিছু না কিছু নতুন চিন্তা করতে হবে। কারণ সংবাদপত্র একটি সৃজনশীল মাধ্যম।’
আজকের পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান বলেন, ‘এক বছর বয়স একটা পত্রিকার জন্য খুবই কম সময়। আজকের পত্রিকা এখনো শিশুর মতো। এই উপমহাদেশেই দুই শ-আড়াই শ বছরের পত্রিকা আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সব পত্রিকা চলছে। আমরা সেই তুলনায় কিছুই না। তবে এত দূর যেহেতু আসতে পেরেছি, আমরাও সেই পথে যাব।’
আজকের পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান পত্রিকার কাজের শুরুর সময়কার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, কম সময়েও আমাদের অনেক অর্জন রয়েছে। নিজেদের একটা আত্মমর্যাদার জায়গায় আসীন করার অঙ্গীকার করেন তিনি ৷
ঠিক এক বছর আগে করোনাকালে এক দমবন্ধ অবস্থায় জন্ম হয় দৈনিক আজকের পত্রিকার। যখন দেশের আর সব জাতীয় দৈনিক নিজেদের সংকুচিত করে নিচ্ছিল। তখন গুটিগুটি পায়ে নতুন আসা এই দৈনিক সারা দেশের স্থানীয় দৈনিকে পরিণত হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকটকালে বাজারে আসা এই কাগজ দিনে দিনে সম্ভাবনার জায়গায় পৌঁছেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন শুরু হয় আজ সোমবার দুপুর ১২টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকের পত্রিকা একটা পরিবার। আমরা সবাই অন্তরের টানে এখানে কাজ করি। সংকটের সময় আমরা বাজারে এসেছিলাম, এখন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে।’
দেশের প্রকাশিত ১ হাজার ২০০ পত্রিকার মধ্যে বর্তমানে প্রচারসংখ্যার দিক থেকে আজকের পত্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানান ড. মো. গোলাম রহমান।
সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিদিনই কিছু না কিছু নতুন চিন্তা করতে হবে। কারণ সংবাদপত্র একটি সৃজনশীল মাধ্যম।’
আজকের পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান বলেন, ‘এক বছর বয়স একটা পত্রিকার জন্য খুবই কম সময়। আজকের পত্রিকা এখনো শিশুর মতো। এই উপমহাদেশেই দুই শ-আড়াই শ বছরের পত্রিকা আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সব পত্রিকা চলছে। আমরা সেই তুলনায় কিছুই না। তবে এত দূর যেহেতু আসতে পেরেছি, আমরাও সেই পথে যাব।’
আজকের পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান পত্রিকার কাজের শুরুর সময়কার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, কম সময়েও আমাদের অনেক অর্জন রয়েছে। নিজেদের একটা আত্মমর্যাদার জায়গায় আসীন করার অঙ্গীকার করেন তিনি ৷
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৩ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে