নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঠিক এক বছর আগে করোনাকালে এক দমবন্ধ অবস্থায় জন্ম হয় দৈনিক আজকের পত্রিকার। যখন দেশের আর সব জাতীয় দৈনিক নিজেদের সংকুচিত করে নিচ্ছিল। তখন গুটিগুটি পায়ে নতুন আসা এই দৈনিক সারা দেশের স্থানীয় দৈনিকে পরিণত হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকটকালে বাজারে আসা এই কাগজ দিনে দিনে সম্ভাবনার জায়গায় পৌঁছেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন শুরু হয় আজ সোমবার দুপুর ১২টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকের পত্রিকা একটা পরিবার। আমরা সবাই অন্তরের টানে এখানে কাজ করি। সংকটের সময় আমরা বাজারে এসেছিলাম, এখন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে।’
দেশের প্রকাশিত ১ হাজার ২০০ পত্রিকার মধ্যে বর্তমানে প্রচারসংখ্যার দিক থেকে আজকের পত্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানান ড. মো. গোলাম রহমান।
সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিদিনই কিছু না কিছু নতুন চিন্তা করতে হবে। কারণ সংবাদপত্র একটি সৃজনশীল মাধ্যম।’
আজকের পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান বলেন, ‘এক বছর বয়স একটা পত্রিকার জন্য খুবই কম সময়। আজকের পত্রিকা এখনো শিশুর মতো। এই উপমহাদেশেই দুই শ-আড়াই শ বছরের পত্রিকা আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সব পত্রিকা চলছে। আমরা সেই তুলনায় কিছুই না। তবে এত দূর যেহেতু আসতে পেরেছি, আমরাও সেই পথে যাব।’
আজকের পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান পত্রিকার কাজের শুরুর সময়কার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, কম সময়েও আমাদের অনেক অর্জন রয়েছে। নিজেদের একটা আত্মমর্যাদার জায়গায় আসীন করার অঙ্গীকার করেন তিনি ৷
ঠিক এক বছর আগে করোনাকালে এক দমবন্ধ অবস্থায় জন্ম হয় দৈনিক আজকের পত্রিকার। যখন দেশের আর সব জাতীয় দৈনিক নিজেদের সংকুচিত করে নিচ্ছিল। তখন গুটিগুটি পায়ে নতুন আসা এই দৈনিক সারা দেশের স্থানীয় দৈনিকে পরিণত হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকটকালে বাজারে আসা এই কাগজ দিনে দিনে সম্ভাবনার জায়গায় পৌঁছেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন শুরু হয় আজ সোমবার দুপুর ১২টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকের পত্রিকা একটা পরিবার। আমরা সবাই অন্তরের টানে এখানে কাজ করি। সংকটের সময় আমরা বাজারে এসেছিলাম, এখন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে।’
দেশের প্রকাশিত ১ হাজার ২০০ পত্রিকার মধ্যে বর্তমানে প্রচারসংখ্যার দিক থেকে আজকের পত্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানান ড. মো. গোলাম রহমান।
সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিদিনই কিছু না কিছু নতুন চিন্তা করতে হবে। কারণ সংবাদপত্র একটি সৃজনশীল মাধ্যম।’
আজকের পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান বলেন, ‘এক বছর বয়স একটা পত্রিকার জন্য খুবই কম সময়। আজকের পত্রিকা এখনো শিশুর মতো। এই উপমহাদেশেই দুই শ-আড়াই শ বছরের পত্রিকা আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সব পত্রিকা চলছে। আমরা সেই তুলনায় কিছুই না। তবে এত দূর যেহেতু আসতে পেরেছি, আমরাও সেই পথে যাব।’
আজকের পত্রিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান পত্রিকার কাজের শুরুর সময়কার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, কম সময়েও আমাদের অনেক অর্জন রয়েছে। নিজেদের একটা আত্মমর্যাদার জায়গায় আসীন করার অঙ্গীকার করেন তিনি ৷
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
১০ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২২ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৫ মিনিট আগে