Ajker Patrika

১৩০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১২: ১২
১৩০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের বাসিন্দা রাজীব বাড়ৈ। বাবা নিখিল বাড়ৈ পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি খুব পরিশ্রম করে তিন ছেলেমেয়েকে বড় করেছেন। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট রাজীব। মাত্র ১৩০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন রাজীব। কোনো প্রকার অর্থ লেনদেন ছাড়াই চাকরি পেয়ে খুশিতে আপ্লুত রাজীব।

জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে মাদারীপুর পুলিশ লাইনের ড্রিল শেডে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

চাকরি পাওয়া রাজীব বাড়ৈ বলেন, ‘আমার বাবা একজন সামান্য কাঠমিস্ত্রি। তিনি অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। কখনো স্বপ্নেও ভাবিনি ১৩০ টাকায় চাকরি পাব। আমি আমার যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। এর জন্য আমি মাদারীপুর পুলিশ সুপারসহ জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।’ 

চাকরি পাওয়া অপরজন বলেন, ‘শুনছি পুলিশের চাকরি পেতে টাকা-পয়সা খরচ হয়। কিন্তু এবার আমাদের ভর্তি ফরম-সংক্রান্ত খরচ ছাড়া আর কোনো খরচ হয়নি। কাউকে কোনো ঘুষও দিতে হয়নি। নিজের যোগ্যতায় আর জেলা পুলিশের চৌকস টিমের কারণে চাকরিতে ঢুকতে পেরেছি। এভাবে প্রতিটি মানুষের চাকরি হলে ঘুষ বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে।’ 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বলেন, সরকার ঘোষিত ২০২২ সালের পুলিশে নিয়োগ মাদারীপুর জেলায় ৩৩টি পদের বিপরীতে ১ হাজার ১২৪ জন চাকরিপ্রত্যাশীকে নিয়ে গত মার্চ মাসের ২৭ তারিখে এই যাত্রা শুরু হয়। পরে এপ্রিল মাসের ৮ তারিখে লিখিত ও ২০ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মেধাতালিকা অনুযায়ী বিভিন্ন কোঠা বিভাজন করে ২৮ জন পুরুষ ও ৫ নারীকে মনোনীত করা হয়। এ ছাড়া আরও ৭ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, ‘গত বছরের ন্যায় এবারও শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্যে এই ট্রেনিং রিক্রুট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সবাই সবার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন। চাকরির ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমরা যদি এভাবে বাছাই প্রক্রিয়া করতে পারি, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের লক্ষ্য অর্জন এবং কাজ করার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা পাওয়া সম্ভব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত