টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কারখানা খোলা রাখার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আজ সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়ে কাজে যোগ দিয়েছেন।
কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, ‘আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে। গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি। আজ ভোর ৬টার দিকে বাসায় যাই। এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।’
কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতিবছর মে দিবসেই কারখানা খোলা রাখা হয়। আজকের ছুটি আগামী ঈদুল আজহার ছুটির সঙ্গে যোগ করা হবে। আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে।
কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের কারখানা বন্ধ। আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম। শ্রমিকেরা কোন আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, খোলা রাখার বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।
গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, ‘মে দিবসে কারখানা খোলা রাখার বিধান নেই। এই কারখানা খোলা রাখার বিষয়ে আমার জানা ছিল না। আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি।’
শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কারখানা খোলা রাখার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আজ সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়ে কাজে যোগ দিয়েছেন।
কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, ‘আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে। গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি। আজ ভোর ৬টার দিকে বাসায় যাই। এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।’
কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতিবছর মে দিবসেই কারখানা খোলা রাখা হয়। আজকের ছুটি আগামী ঈদুল আজহার ছুটির সঙ্গে যোগ করা হবে। আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে।
কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের কারখানা বন্ধ। আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম। শ্রমিকেরা কোন আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, খোলা রাখার বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।
গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, ‘মে দিবসে কারখানা খোলা রাখার বিধান নেই। এই কারখানা খোলা রাখার বিষয়ে আমার জানা ছিল না। আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে