Ajker Patrika

পুলিশের গুলিতে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২২: ১০
পুলিশের গুলিতে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ 

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে পুলিশের গুলিতে মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

আজ বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ সময় মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করছে। তা ছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক আমরা তাদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের ঘটনা নতুন নয়। এই শ্রমিকেরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অংশীজন। তাদের স্বার্থরক্ষার্থে সবাইকে উদ্যোগী, আন্তরিক ও যৌক্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে সংগঠনটি। 

এদিকে আন্দোলনরত গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত