নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানকে হত্যার পর যেই গাড়িতে করে লাশ জঙ্গলে নেওয়া হয়েছিল, সেই গাড়িটির পার্টস বা যন্ত্রাংশ গাজীপুর থেকেই কেনা হয়েছিল। এই হত্যার ঘটনায় আলোচিত আরাভ খানসহ আট আসামির বিরুদ্ধে মামলায় আদালতে সাক্ষ্যে এ তথ্য জানিয়েছেন ওই দোকানের কর্মচারী।
আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মনীন্দ্রমোহন নামের ওই ব্যক্তি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। মনীন্দ্রমোহন গাজীপুরের জয়দেবপুর শিমুলতলা বাজারে একটি রেন্ট-এ কারের দোকানের কর্মচারী।
তিনি আদালতকে জানান, তাঁদের রেন্ট-এ কারের দোকানে বিভিন্ন মোটরপার্টস বিক্রি করা হতো। ২০১৮ সালের জুলাই মাসে কোনো একদিন তিন-চারজন লোক ওই দোকান থেকে মোটরপার্টস কেনেন। এর ৪-৫ দিন পর পুলিশ গিয়ে তিনজনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এঁদেরকে চেনেন কি না?
মনীন্দ্রমোহন তখন পুলিশকে জানান, তাঁরা কয়েক দিন আগে মোটরপার্টস কিনতে এই দোকানে এসেছিলেন।
উল্লেখ্য, যেই গাড়িতে করে গাজীপুরে জঙ্গলে মামুনের লাশ নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতেই এসব মোটরপার্টস লাগানো হয়েছিল।
এ মামলার আসামিরা হলেন রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তাঁরা কারাগারে রয়েছেন। সাক্ষী জবানবন্দি দেওয়ার পর কারাগার থেকে আদালতে হাজির করে তাঁদের পক্ষে জেরা করা হয়। পরে ২৫ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
এ মামলার আসামিদের মধ্যে আরাভ খান ও তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। রবিউল ইসলাম এখন আরাভ খান নাম ধারণ করে দুবাইয়ে আছেন। সম্প্রতি অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি অস্ত্র মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
এর আগে ২১ মার্চ এ মামলায় নিহত মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষ্য দেন। এ পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। কারাগার থেকে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাঁদের আবারও কারাগারে পাঠানো হয়।
নিহত পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান ওরফে মামুন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। মামুনকে ২০১৮ সালের ৮ জুলাই দিবাগত রাতে রাজধানীর বনানী মডেল টাউনের রোড নম্বর ২/৩ বাড়ি নম্বর-৫ অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় খুন করা হয়। পরে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। পরে ১০ জুলাই কালীগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালে হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করে।
হত্যায় সহযোগিতার কারণে আইনের সংস্পর্শে আসা কিশোরী মেহেরুন্নিসা স্বর্ণা ও ফারিয়া বিনতে মিমের বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। এই দুজনের বিচার করার জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ দোষীপত্রটি পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানকে হত্যার পর যেই গাড়িতে করে লাশ জঙ্গলে নেওয়া হয়েছিল, সেই গাড়িটির পার্টস বা যন্ত্রাংশ গাজীপুর থেকেই কেনা হয়েছিল। এই হত্যার ঘটনায় আলোচিত আরাভ খানসহ আট আসামির বিরুদ্ধে মামলায় আদালতে সাক্ষ্যে এ তথ্য জানিয়েছেন ওই দোকানের কর্মচারী।
আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মনীন্দ্রমোহন নামের ওই ব্যক্তি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। মনীন্দ্রমোহন গাজীপুরের জয়দেবপুর শিমুলতলা বাজারে একটি রেন্ট-এ কারের দোকানের কর্মচারী।
তিনি আদালতকে জানান, তাঁদের রেন্ট-এ কারের দোকানে বিভিন্ন মোটরপার্টস বিক্রি করা হতো। ২০১৮ সালের জুলাই মাসে কোনো একদিন তিন-চারজন লোক ওই দোকান থেকে মোটরপার্টস কেনেন। এর ৪-৫ দিন পর পুলিশ গিয়ে তিনজনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এঁদেরকে চেনেন কি না?
মনীন্দ্রমোহন তখন পুলিশকে জানান, তাঁরা কয়েক দিন আগে মোটরপার্টস কিনতে এই দোকানে এসেছিলেন।
উল্লেখ্য, যেই গাড়িতে করে গাজীপুরে জঙ্গলে মামুনের লাশ নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতেই এসব মোটরপার্টস লাগানো হয়েছিল।
এ মামলার আসামিরা হলেন রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তাঁরা কারাগারে রয়েছেন। সাক্ষী জবানবন্দি দেওয়ার পর কারাগার থেকে আদালতে হাজির করে তাঁদের পক্ষে জেরা করা হয়। পরে ২৫ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
এ মামলার আসামিদের মধ্যে আরাভ খান ও তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। রবিউল ইসলাম এখন আরাভ খান নাম ধারণ করে দুবাইয়ে আছেন। সম্প্রতি অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি অস্ত্র মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
এর আগে ২১ মার্চ এ মামলায় নিহত মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষ্য দেন। এ পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। কারাগার থেকে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাঁদের আবারও কারাগারে পাঠানো হয়।
নিহত পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান ওরফে মামুন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। মামুনকে ২০১৮ সালের ৮ জুলাই দিবাগত রাতে রাজধানীর বনানী মডেল টাউনের রোড নম্বর ২/৩ বাড়ি নম্বর-৫ অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় খুন করা হয়। পরে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। পরে ১০ জুলাই কালীগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালে হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করে।
হত্যায় সহযোগিতার কারণে আইনের সংস্পর্শে আসা কিশোরী মেহেরুন্নিসা স্বর্ণা ও ফারিয়া বিনতে মিমের বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। এই দুজনের বিচার করার জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ দোষীপত্রটি পাঠানো হয়।
আজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
১১ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
৩৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে