Ajker Patrika

ফার্মগেটে বহুতল ভবনের আগুন আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।

আজ শনিবার সকাল ৯টার দিকে ইন্দিরা রোডের মানসী প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। আট ঘণ্টার চেষ্টার পর বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভবনটির বেসমেন্টের ভেতরে পুরোনো কাগজপত্র ও ময়লার স্তূপে আগুনের সূত্রপাত হয়। বেসমেন্ট থেকে আগুন ওপরে উঠতে পারেনি। তবে বেসমেন্টে কোনো ভেন্টিলেটর না থাকায় ধোয়ায় ভেতরে প্রবেশ করা ঝুঁকি ছিল। তারপরও কর্মীরা ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করে বিকেলে আগুন নিয়ন্ত্রণে নেয়। ভবনটির সামনের অংশের মাটি খুঁড়ে বিশেষ কায়দায় ভেন্টিলেটর তৈরি করে পানিও দেওয়া হয়।

তিনি বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত পানির চেম্বারও নেই। তবে আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, সাত তলা মনাসী প্লাজার নিচতলায় তোফাজ্জল বুক হাউস এবং ডান পাশে ছাওয়াল বুক হাউস নামে দুটি লাইব্রেরি রয়েছে। দোতলায় কয়েকটি দোকান ও একটি ডেন্টাল চেম্বার রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বাংলাদেশ নামে একটি সমবায় ব্যাংকের করপোরেট শাখা রয়েছে। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকটিতে কোনো কর্মী ছিল না। অগ্নিকাণ্ডের পর ভবনের লাইব্রেরি থেকে সকল বইপত্র বের করে নেয় কর্মচারীরা।

তোফাজ্জল বুক হাউসের বিক্রয় কর্মী রাশেদ বলেন, সকালে বেসমেন্ট থেকে ধোয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দোকানিরা। তবে ধোয়ার তীব্রতার কারণে ভেতরে গিয়ে পানি দেওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করে।

এ ছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির ক্যাডেট সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত