নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাঁজার নির্যাস দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা হতো স্পেশাল কেক, চকলেট, মিল্কশেক ও বিভিন্ন খাবার তৈরির উপকরণ। মাদক সেবীদের কাছে আকর্ষণীয় এই পণ্যগুলো নিরাপদে পৌঁছে দিতে অনলাইনে অর্ডার নেওয়া হতো। আর এই সকল পণ্যের ক্রেতারা সমাজের বিত্তবান ধনী পরিবারের বখে যাওয়া সন্তানেরা। সম্প্রতি বিপুল পরিমাণ পণ্য ও গাঁজাসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। যাদের মধ্যে একজন তরুণী ও দুজন যুবক।
পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেল ৪টার দিকে গুলশান ৬ নম্বর রোড থেকে মোটরসাইকেলে করে এ সকল পণ্য নিয়ে যাওয়ার সময়ে ডেলিভারিম্যানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে চক্রের সঙ্গে জড়িত এক তরুণী ও এক যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজার তৈরি বিভিন্ন খাবারসহ নানা উপকরণ জব্দ করে পুলিশ।
আটকৃতেরা হলেন, রাজধানীর দক্ষিণখান মিয়া পাড়ার জুবায়ের হোসেন (২৪), উত্তরার ১২ নম্বর সেক্টরের অনুভব খান রিবু (২৩) ও উত্তরার সি ব্লকের দুই নম্বরে রোডের বাসিন্দা নাফিজা নাজা (২২)।
তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকলেট, কেক, মিল্কশেক), খাবার তৈরির বিভিন্ন উপকরণ, একটি প্রো ম্যাক্স-১১ আইফোনসহ দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৩৪ হাজার টাকা।
আজ সোমবার দুপুরে গুলশান থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।
আসাদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে একটি দল গুলশান ৬ ছয় নম্বর রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বসা যুবককে (জুবায়ের) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক (গাঁজা) দিয়ে তৈরি এসব খাবার সরবরাহ করা হচ্ছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট নম্বর বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ গাঁজার নির্যাস দিয়ে বানানো বিভিন্ন খাবার উপকরণ জব্দ এবং চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটকৃতরা জানিয়েছেন, তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডিয়ান ও আফ্রিকান মাদক কারবারিদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকলেট ও মিল্কশেক তৈরি করে আসছিল। এক কেজি গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয় বলেও জানান তারা। তাদের এ সকল পণ্যের গ্রাহক সমাজের অভিযাত পরিবারের সন্তানরা। যারা অনলাইনে তাদের কাছে অর্ডার করলে মোটরসাইকেলে করে পৌঁছে দিতেন চক্রের সদস্যরা।
চক্রটি গ্রুপের নাম পরিবর্তনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশল ব্যবহার করত। আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান।
গাঁজার নির্যাস দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা হতো স্পেশাল কেক, চকলেট, মিল্কশেক ও বিভিন্ন খাবার তৈরির উপকরণ। মাদক সেবীদের কাছে আকর্ষণীয় এই পণ্যগুলো নিরাপদে পৌঁছে দিতে অনলাইনে অর্ডার নেওয়া হতো। আর এই সকল পণ্যের ক্রেতারা সমাজের বিত্তবান ধনী পরিবারের বখে যাওয়া সন্তানেরা। সম্প্রতি বিপুল পরিমাণ পণ্য ও গাঁজাসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। যাদের মধ্যে একজন তরুণী ও দুজন যুবক।
পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেল ৪টার দিকে গুলশান ৬ নম্বর রোড থেকে মোটরসাইকেলে করে এ সকল পণ্য নিয়ে যাওয়ার সময়ে ডেলিভারিম্যানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে চক্রের সঙ্গে জড়িত এক তরুণী ও এক যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজার তৈরি বিভিন্ন খাবারসহ নানা উপকরণ জব্দ করে পুলিশ।
আটকৃতেরা হলেন, রাজধানীর দক্ষিণখান মিয়া পাড়ার জুবায়ের হোসেন (২৪), উত্তরার ১২ নম্বর সেক্টরের অনুভব খান রিবু (২৩) ও উত্তরার সি ব্লকের দুই নম্বরে রোডের বাসিন্দা নাফিজা নাজা (২২)।
তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকলেট, কেক, মিল্কশেক), খাবার তৈরির বিভিন্ন উপকরণ, একটি প্রো ম্যাক্স-১১ আইফোনসহ দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৩৪ হাজার টাকা।
আজ সোমবার দুপুরে গুলশান থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।
আসাদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে একটি দল গুলশান ৬ ছয় নম্বর রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বসা যুবককে (জুবায়ের) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক (গাঁজা) দিয়ে তৈরি এসব খাবার সরবরাহ করা হচ্ছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট নম্বর বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ গাঁজার নির্যাস দিয়ে বানানো বিভিন্ন খাবার উপকরণ জব্দ এবং চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটকৃতরা জানিয়েছেন, তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডিয়ান ও আফ্রিকান মাদক কারবারিদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকলেট ও মিল্কশেক তৈরি করে আসছিল। এক কেজি গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয় বলেও জানান তারা। তাদের এ সকল পণ্যের গ্রাহক সমাজের অভিযাত পরিবারের সন্তানরা। যারা অনলাইনে তাদের কাছে অর্ডার করলে মোটরসাইকেলে করে পৌঁছে দিতেন চক্রের সদস্যরা।
চক্রটি গ্রুপের নাম পরিবর্তনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশল ব্যবহার করত। আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৭ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২২ মিনিট আগে