Ajker Patrika

যাত্রাবাড়ী–ডেমরার মতো ‘প্রত্যন্ত’ ১৮ ওয়ার্ডের নগরায়ণে মেয়রের বৃহৎ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের (ঢাকেশ্বরী রোডের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন) অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে যেমন–যাত্রাবাড়ী, ডেমরা।  এলাকাগুলোতে এখনো নগরায়ণ সম্পন্ন হয়নি, উন্নত হয়নি। করপোরেশনের নতুন এই ১৮টি ওয়ার্ড ইউনিয়নভুক্ত ছিল, সেগুলো এখন করপোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো নিয়ে নগরায়ণের বৃহৎ কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা শিগগিরই সেখানে কাজ শুরু করতে পারব।

কোরবানির পশুর হাট সম্পর্কে মেয়র বলেন, যেহেতু করোনা পরিস্থিতি, তাই আমরা মাত্র ১৩টি হাট ইজারা দিয়েছি এবং করোনা পরিস্থিতি মাথায় রেখে সেগুলো দূরে দূরে দিয়েছি।

পরে মেয়র নগরীর আজিমপুর ও বঙ্গভবনের দক্ষিণ-পশ্চিম পাশে জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম, ২৫ নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলস্থ মুসা খাঁ ও ড. মুহাম্মদ শহীদুল্লাহর সমাধিস্থল পরিদর্শন করেন।  

ব্যারিস্টার শেখ তাপস ঢাদসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট নয়টি এসটিএস উদ্বোধন করেন। এ বছরের মধ্যেই করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একটি করে এসটিএস প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন এবং সে মোতাবেক কার্যক্রম এগিয়ে চলেছে। দায়িত্বভার গ্রহণের আগে করপোরেশনের মোট ২১টি এসটিএস ছিল।  

এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত