প্রতিনিধি
মুন্সিগঞ্জ: সড়ক পথে আন্তঃজেলা গণপরিবহনের পাশাপাশি জলপথে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। শিমুলিয়া–পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল করার সুযোগে গতকাল শুক্রবার ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। এমনকি যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঘাটে মানুষের এই ঢল সামলাতে অবশেষে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
কিন্তু এরপরও আজ ভোর থেকে গতকাল শুক্রবারের মতো দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমতে শুরু করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। গতরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও ক্রমশ এ ভিড় বাড়ে। ভিড় সামলাতে না পেরে অবশেষে পুলিশ শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকে লোকজনকে ফিরে যেতে বাধ্য করছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিআইডব্লিউটিসি আজ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। কিন্তু ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, মাঝরাতের ঘোষণা অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। আর পুলিশ সবাইকে ঘাট থেকে বের করে দিচ্ছে।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশের টহল চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকেও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ থেকে দিনের বেলায় ফেরিও বন্ধ থাকবে, কেউ নদী পার হতে পারবেন না। তিনি যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতেও অনুরোধ জানান।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর কয়টি ফেরি চালু রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।
মুন্সিগঞ্জ: সড়ক পথে আন্তঃজেলা গণপরিবহনের পাশাপাশি জলপথে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। শিমুলিয়া–পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল করার সুযোগে গতকাল শুক্রবার ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। এমনকি যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঘাটে মানুষের এই ঢল সামলাতে অবশেষে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
কিন্তু এরপরও আজ ভোর থেকে গতকাল শুক্রবারের মতো দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমতে শুরু করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। গতরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও ক্রমশ এ ভিড় বাড়ে। ভিড় সামলাতে না পেরে অবশেষে পুলিশ শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকে লোকজনকে ফিরে যেতে বাধ্য করছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিআইডব্লিউটিসি আজ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। কিন্তু ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, মাঝরাতের ঘোষণা অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। আর পুলিশ সবাইকে ঘাট থেকে বের করে দিচ্ছে।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশের টহল চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকেও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ থেকে দিনের বেলায় ফেরিও বন্ধ থাকবে, কেউ নদী পার হতে পারবেন না। তিনি যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতেও অনুরোধ জানান।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর কয়টি ফেরি চালু রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
৭ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
১০ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
২০ মিনিট আগে