Ajker Patrika

শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন: লড়বেন ৩৪ প্রার্থী

শেরপুর প্রতিনিধি
শহরের নয়ানীবাজারে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন। ছবি: আজকের পত্রিকা
শহরের নয়ানীবাজারে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ সাত বছর পর শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ২২ আগস্ট ভোট গ্রহণকে ঘিরে ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবার তিনটি গ্রুপে মোট ৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি। তিনি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি, সহযোগী গ্রুপে পাঁচটি এবং ট্রেড গ্রুপে দুটি পরিচালক পদ রয়েছে। গত ২৩ জুলাই পর্যন্ত এসব পদে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ জন বৈধ প্রার্থী তালিকায় থাকেন। পরে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪।

সাধারণ গ্রুপে ২৫ জন মনোনয়ন প্রত্যাহারের পর ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী গ্রুপে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ট্রেড গ্রুপে পাঁচজনের মধ্যে তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় বাকি দুজন—বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন ও আব্দুল আওয়াল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মনোনয়ন চূড়ান্ত ও ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে ডিজিটাল প্রচার।

নির্বাচন পরিচালনা বোর্ড জানিয়েছে, ২২ আগস্ট শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে ১ হাজার ৩৪৯ জন এবং সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে চেয়ারম্যান খন্দকার মাহবুবুল আলম রকীব ছাড়াও বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও হাজী জালমামুদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুজ্জামান সেলিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত