Ajker Patrika

রায়পুরায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী আটক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে থানা-পুলিশ।

আজ সোমবার দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রোববার (২৭ জুলাই) দিনব্যাপী শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়নিজ রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচটি তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই নারীকে। তাঁরা হলেন ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)। তিনি বলেন, ‘আটক নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত