Ajker Patrika

মেঘনা পেট্রোলিয়াম: এমডির বিদায়ের পরদিনই নিয়োগ পরীক্ষার ফল বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মেঘনা পেট্রোলিয়াম: এমডির বিদায়ের পরদিনই নিয়োগ পরীক্ষার ফল বাতিল

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুনভাবে লিখিত পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আজ সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আরেক বিজ্ঞপ্তিতে পরীক্ষা না দিয়েও পাস করার মতো গুরুতর অভিযোগে মেঘনা পেট্রোলিয়ামের সাবেক মহাব্যবস্থাপক (এমডি) মো. টিপু সুলতানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশে মো. টিপু সুলতানের বিরুদ্ধে বিদ্যমান নিয়োগ নীতিমালার ব্যত্যয় ঘটানোর কথা বলা হয়। বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এই প্রসঙ্গে শাহিনা সুলতানা জানান, অনিয়মের অভিযোগ ওঠায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়োগ পরীক্ষার (লিখিত) ফল বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুনভাবে পরীক্ষা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় সাবেক এমডি মো. টিপু সুলতানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে।

জানা গেছে, টিপু সুলতান মেঘনা পেট্রোলিয়ামের এমডি পদে ছিলেন, গতকাল রোববার অবসরে যান তিনি। ওই দিন বিকেলেই ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. শাহিরুল হাসানকে এমডির দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন জনবল নিয়োগের বিষয়ে মনোযোগী হয় মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কর্মচারীদের ১৪৭টি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হয়। এরই অংশ হিসেবে ৪ জুলাই ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) অধীনে নিয়োগ পরীক্ষা হয়। এতে সারা দেশের ১৭ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষার ছয় দিন পর প্রকাশিত ফলে ৯৮১ জন পাস করেন। কিন্তু ওই ফলের তালিকা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। প্রকাশিত ফলে পরীক্ষায় বসেননি এমন অনেককে পাস করিয়ে দেওয়ার অভিযোগ করেন মো. জিহাদ নামের একজন চাকরিপ্রত্যাশী।

বিপিসি থেকে জানা গেছে, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিপিসি ১৬ জুলাই বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দিতে পারেনি। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এই অবস্থায় গতকাল মেঘনা পেট্রোলিয়ামের এমডি মো. টিপু সুলতান দায়িত্ব থেকে সরে যান। এর পরদিনই কর্মচারী নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফল বাতিল করে বিপিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত