Ajker Patrika

ঢাকা-খুলনা মহাসড়কে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৯: ৩০
ঢাকা-খুলনা মহাসড়কে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

রাজবাড়ী-ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় পুলিশের এসআইসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পদ্মার মোড়ে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ ও কনস্টেবল কামরুজ্জামান ও মো. রতন। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে কিছু লোক পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই সঙ্গে স্লোগান দিতে থাকে অবরোধ সফল হোক, সফল হোক। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে কয়েকটি চকলেট বোমার আলামত উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত