Ajker Patrika

যানজট নিরসনে রাজধানীর আবদুল্লাহপুরে অভিযান, শতাধিক দোকানপাট উচ্ছেদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৫: ৫৭
যানজট নিরসনে রাজধানীর আবদুল্লাহপুরে অভিযান, শতাধিক দোকানপাট উচ্ছেদ

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে যানজট নিরসনে সকাল-সন্ধ্যা অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশ। গতকাল বুধবারের এ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

উত্তরার আবদুল্লাহপুর মোড়, আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের মাছের আড়ত, আবদুল্লাহপুর বেড়িবাঁধ, টঙ্গী ব্রিজ এলাকায় গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. ইব্রাহিম। এ সময় আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দীন প্রধানসহ অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহপুরের টিআই মো. সালাহ উদ্দীন প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়ক ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিছু ভ্যান আটক করে রেকার বিল করা হয়েছে। এসব দোকানের মধ্যে অর্ধশতাধিক টং দোকান, ১২-১৩টি অবৈধ কাউন্টার, ভ্যানের বিভিন্ন কাপড়, জুতার ২০-২৫টি দোকান রয়েছে।’

ফুটপাতের দোকানিদের হুঁশিয়ারি দিয়ে সালাহ উদ্দীন বলেন, ‘মহাসড়কে যানজন সৃষ্টি করে অবৈধভাবে দোকানপাট করার সুযোগ নেই। কেউ যদি করে বা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত